রাজধানী শাহবাগ থানার বাংলামটর এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় সাধনা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই হারুন ঢাকা পোস্টকে বলেন, আমার বোন ইস্কাটনে একজন ডাক্তারের বাসা দেখাশোনা করতেন। কিছুদিন আগে তিনি মারা যান। তার সন্তানরা দেশের বাইরে থাকেন। আজ সন্ধ্যার পরে সে বাংলামোটরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি।