ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের কর্মবিরতি চলছে প্রশ্ন ফাঁসে ফেঁসে গেলেন বিমানের প্রধান প্রকৌশলী পাচার অর্থ ফেরাতে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে দুদকের বৈঠক নাবিল গ্রুপ: সরকারি জমি দখলে নিয়ে করেছে ডেইরী ফার্ম এবারের পূজা সবচেয়ে নির্বিঘ্ন হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চসিক নির্বাচন অবৈধ ঘোষণা, নতুন মেয়র বিএনপি প্রার্থী বৈষম্য দূরীকরনে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন তেলের জাহাজে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৩ পটুয়াখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত গণপূর্তের নির্বাহী প্রকৌশলী পবিত্র’র বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যায় অর্থ সরবরাহের অভিযোগ!

শিবচরে ভেজাল স্যালাইনসহ খাদ্যপণ্য জব্দ, আটক এক

মাদারীপুর জেলার শিবচরের বন্দরখোলা এলাকায় পপুলার ওয়ার্ল্ড ফুড অ্যান্ড বেভারেজ লি. নামের একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বিএসটিআই এর অনুমোদিত কিছু পণ্যের আড়ালে অনুমোদনহীন ভেজাল খাবার স্যালাইন, ঝালমুড়ি, চিপস, তেঁতুলের চাটনিসহ নানা ধরনের মুখরোচক খাবার উৎপাদন হতো কারখানাটিতে।

সোমবার (১৯ জুন) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের দল অভিযান চালিয়ে ভেজালপণ্য জব্দ করা হয়। এ সময় সাদ্দাম মাতুব্বর (২৫) নামের এক ব্যক্তিকে আটক করে।

সাদ্দাম হোসেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রাম এলাকার আসলাম মাতুব্বরের ছেলে। সে কারখানাটির ম্যানেজারের দায়িত্ব পালন করতো। অভিযানকালে কারখানাটির মালিক স্থানীয় রফিকুল ইসলাম ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা যায়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো.আনিসুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের দল অভিযান চালায় বন্দরখোলা এলাকার পপুলার ওয়ার্ল্ড ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামের একটি কারখানায়। এসময় অনুমোদনহীন ২০২৪ কার্টুন খাবার স্যালাইন, বিএসটিআই এর অনুমোদনহীন তেঁতুলের চাটনি, ঝালমুড়ি, চিপস, নোংরা পরিবেশে তৈরিকৃত ৮ ড্রাম মটরভাজা, পণ্য বাজারজাত করণের মোড়ক ও স্যালাইন তৈরির নানান উপকরণ জব্দ করা হয়। এসকল ভেজাল খাদ্যপণ্য রাতের আঁধারে মোড়কীকরণ করে শিবচরসহ প্রত্যন্ত এলাকার দোকানে সরবরাহ করতো।

অভিযান পরিচালনাকারী জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ আব্দুর রশিদ বলেন, গ্রামের মধ্যে কারখানা দিয়ে ভেজাল খাদ্যপণ্য তৈরি করছিল তারা। অভিযানকালে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়েছে। এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার সাদ্দাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান বলেন, এখানে অনুমোদিত কিছু পণ্যের সঙ্গে অনুমোদনহীন পণ্য উৎপাদন করে বাজারজাত করে আসছে, এমন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ও শিবচর থানা থেকে আমরা এখানে আসি। কারখানাটি ঘুরে দেখি, অনুমোদনহীন বিপুল পরিমাণ খাবার স্যালাইনসহ খাদ্যপণ্য উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। যেগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে চিহ্নিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের কর্মবিরতি চলছে

শিবচরে ভেজাল স্যালাইনসহ খাদ্যপণ্য জব্দ, আটক এক

আপডেট সময় ০৬:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩

মাদারীপুর জেলার শিবচরের বন্দরখোলা এলাকায় পপুলার ওয়ার্ল্ড ফুড অ্যান্ড বেভারেজ লি. নামের একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বিএসটিআই এর অনুমোদিত কিছু পণ্যের আড়ালে অনুমোদনহীন ভেজাল খাবার স্যালাইন, ঝালমুড়ি, চিপস, তেঁতুলের চাটনিসহ নানা ধরনের মুখরোচক খাবার উৎপাদন হতো কারখানাটিতে।

সোমবার (১৯ জুন) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের দল অভিযান চালিয়ে ভেজালপণ্য জব্দ করা হয়। এ সময় সাদ্দাম মাতুব্বর (২৫) নামের এক ব্যক্তিকে আটক করে।

সাদ্দাম হোসেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রাম এলাকার আসলাম মাতুব্বরের ছেলে। সে কারখানাটির ম্যানেজারের দায়িত্ব পালন করতো। অভিযানকালে কারখানাটির মালিক স্থানীয় রফিকুল ইসলাম ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা যায়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো.আনিসুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের দল অভিযান চালায় বন্দরখোলা এলাকার পপুলার ওয়ার্ল্ড ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামের একটি কারখানায়। এসময় অনুমোদনহীন ২০২৪ কার্টুন খাবার স্যালাইন, বিএসটিআই এর অনুমোদনহীন তেঁতুলের চাটনি, ঝালমুড়ি, চিপস, নোংরা পরিবেশে তৈরিকৃত ৮ ড্রাম মটরভাজা, পণ্য বাজারজাত করণের মোড়ক ও স্যালাইন তৈরির নানান উপকরণ জব্দ করা হয়। এসকল ভেজাল খাদ্যপণ্য রাতের আঁধারে মোড়কীকরণ করে শিবচরসহ প্রত্যন্ত এলাকার দোকানে সরবরাহ করতো।

অভিযান পরিচালনাকারী জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ আব্দুর রশিদ বলেন, গ্রামের মধ্যে কারখানা দিয়ে ভেজাল খাদ্যপণ্য তৈরি করছিল তারা। অভিযানকালে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়েছে। এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার সাদ্দাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান বলেন, এখানে অনুমোদিত কিছু পণ্যের সঙ্গে অনুমোদনহীন পণ্য উৎপাদন করে বাজারজাত করে আসছে, এমন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ও শিবচর থানা থেকে আমরা এখানে আসি। কারখানাটি ঘুরে দেখি, অনুমোদনহীন বিপুল পরিমাণ খাবার স্যালাইনসহ খাদ্যপণ্য উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। যেগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে চিহ্নিত।