ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গুরুদাসপুরে বঙ্গবন্ধু টেকনিক্যাল কলেজে শক্তিশালী বোমা

নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধু সরকারি টেকনিক্যাল কলেজে প্লাস্টিকের বস্তার মধ্যে শক্তিশালী বোমা পাওয়া গেছে।

শনিবার (১৭ জুন)  দুপুর রাজশাহীতে র‌্যাব-৫-এর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে বোমা থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

এদিন দুপুরে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে পৌঁছায়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে বোমার বিষয়টি নিশ্চিত হন।

এ ঘটনায় দিনভর কলেজসহ আশাপাশের এলাকায় বোমা আতঙ্ক বিরাজ করেছে।  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটের প্রধান ল্যান্স কর্পোরাল লাবু খন্দকার জানান, “প্লাস্টিকের বস্তার ভেতরে একটি  লাগেজে শক্তিশালী বোমা রয়েছে। তারা প্রায় ঘণ্টাব্যাপী সার্কিট ডিটেক্টর দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে বোমার বিষয়টি নিশ্চিত হয়েছেন। তাদের কাছে বোমাটি নিষ্ক্রিয় করার মতো যন্ত্রপাতি নেই। বোমাটি নিষ্ক্রিয় করতে উচ্চতর ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি ও বোমা বিশেষজ্ঞ দল আসার জন্য ঢাকায় র‌্যাবের হেডকোয়ার্টারে খবর পাঠানো হয়েছে। তারা এলেই বোমাটি নিষ্ক্রিয় করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।”

তিনি আরও জানান, তারা না আসা পর্যন্ত স্থানীয় পুলিশ প্রশাসন বিশেষ নজরদারিতে রাখবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুরুদাসপুরে বঙ্গবন্ধু টেকনিক্যাল কলেজে শক্তিশালী বোমা

আপডেট সময় ১১:৩৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধু সরকারি টেকনিক্যাল কলেজে প্লাস্টিকের বস্তার মধ্যে শক্তিশালী বোমা পাওয়া গেছে।

শনিবার (১৭ জুন)  দুপুর রাজশাহীতে র‌্যাব-৫-এর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে বোমা থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

এদিন দুপুরে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে পৌঁছায়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে বোমার বিষয়টি নিশ্চিত হন।

এ ঘটনায় দিনভর কলেজসহ আশাপাশের এলাকায় বোমা আতঙ্ক বিরাজ করেছে।  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটের প্রধান ল্যান্স কর্পোরাল লাবু খন্দকার জানান, “প্লাস্টিকের বস্তার ভেতরে একটি  লাগেজে শক্তিশালী বোমা রয়েছে। তারা প্রায় ঘণ্টাব্যাপী সার্কিট ডিটেক্টর দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে বোমার বিষয়টি নিশ্চিত হয়েছেন। তাদের কাছে বোমাটি নিষ্ক্রিয় করার মতো যন্ত্রপাতি নেই। বোমাটি নিষ্ক্রিয় করতে উচ্চতর ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি ও বোমা বিশেষজ্ঞ দল আসার জন্য ঢাকায় র‌্যাবের হেডকোয়ার্টারে খবর পাঠানো হয়েছে। তারা এলেই বোমাটি নিষ্ক্রিয় করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।”

তিনি আরও জানান, তারা না আসা পর্যন্ত স্থানীয় পুলিশ প্রশাসন বিশেষ নজরদারিতে রাখবেন।