ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার

রাজধানীর মেরুল বাড্ডা এলাকার একটি বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুন) রাত ৪ টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে পাঁচটার দিকে মা-মেয়েকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন বৃষ্টি আক্তার (৩৩) ও তার মেয়ে সানজা মারওয়া (১০)। তাদের গ্রামে বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী এলাকায়। মেরুল বাড্ডায় জমশেদ টাওয়ারে থাকতেন তারা।

বাড্ডা থানার এসআই মো. সাদেক বলেন, ‘মা-মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় বনশ্রীর ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়েছে-এমন খবর পেয়ে রাত তিনটার দিকে আমরা হাসপাতালে যাই। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় বৃষ্টি আক্তারের স্বামী সেলিমকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এসআই মো. সাদেক বলেন, ‘প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে মা-মেয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন বলে দাবি করেন সেলিম। তবে চিকিৎসক জানিয়েছেন, বিষপানের কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’

এসআই আরও বলেন, ‘তাদের সাত-আট মাসের আরও একটি সন্তান রয়েছে। সেলিম বর্তমানে বেকার, ফ্ল্যাটের ভাড়া তুলে সংসার চালান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

রাজধানীর মেরুল বাড্ডা এলাকার একটি বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুন) রাত ৪ টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে পাঁচটার দিকে মা-মেয়েকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন বৃষ্টি আক্তার (৩৩) ও তার মেয়ে সানজা মারওয়া (১০)। তাদের গ্রামে বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী এলাকায়। মেরুল বাড্ডায় জমশেদ টাওয়ারে থাকতেন তারা।

বাড্ডা থানার এসআই মো. সাদেক বলেন, ‘মা-মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় বনশ্রীর ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়েছে-এমন খবর পেয়ে রাত তিনটার দিকে আমরা হাসপাতালে যাই। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় বৃষ্টি আক্তারের স্বামী সেলিমকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এসআই মো. সাদেক বলেন, ‘প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে মা-মেয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন বলে দাবি করেন সেলিম। তবে চিকিৎসক জানিয়েছেন, বিষপানের কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’

এসআই আরও বলেন, ‘তাদের সাত-আট মাসের আরও একটি সন্তান রয়েছে। সেলিম বর্তমানে বেকার, ফ্ল্যাটের ভাড়া তুলে সংসার চালান।