প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার ইকোনমিক ফোরামে (কিউইএফ) যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কাতারের রাজধানী দোহা পৌঁছেছেন।
সোমবার (২২ মে) স্থানীয় সময় সময় বিকেল ৫টা ৩২ মিনিটে শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সোমবার বিকেল ৩ টায় কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল ফোরামে অংশ নেবেন।
আগামী ২৩ থেকে ২৫ মে কাতারের দোহায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরাম অনুষ্ঠিত হবে।