বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গ্রিড বিপর্যয়ের ঘটনায় চাকরি গেলে এমডির যাওয়ার কথা। কারণ এমডির তো সবকিছু খেয়াল করার কথা। আর এনএলডিসি স্থাপন হয়েছে অনেক আগে। যেটাকে ডিজিটালাইজড করার কথা। যেটা দিয়ে সারা দেশে বিদ্যুৎ কোথায় কী হচ্ছে দেখবে। সেটাকে এখন ম্যানুয়াল করে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এতে ক্যাপাসিটি চার্জ দিতে সুবিধা হচ্ছে। চুরি-দুর্নীতি করার জন্য এটাকে ডিজিটালাইজড করেনি, এনালগ করে রেখেছে। মোট কথা হচ্ছে পুরোটাই হচ্ছে চুরি, আর জনগণ সেটাকে বহন করবে।
শুক্রবার (২১ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসেনর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ মন্ত্রীর কোনও দায় আছে কি না- এমন প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, অব্যশই দায় আছে। তার তো পদত্যাগ করা উচিত। উল্টো তিনি প্রশ্ন করছেন ফখরুল আর টুকু কী বোঝে? আমি তো ৫ বছর মন্ত্রী ছিলাম না, সাড়ে ৪ বছর ছিলাম। তাও বিদ্যুতের প্রত্যেকটা জিনিস বুঝি। সে তো ১৫ বছর মন্ত্রী। তার আরও বেশি বোঝা উচিত।