ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঘর ঠান্ডা রাখতে হোমমেড এসি বানাবেন যেভাবে

তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে অনেকেরই হাঁসফাঁস অবস্থা। এ সময়ে দরকার ঠান্ডা বাতাস। কিন্তু এয়ার কন্ডিশনারের দাম আকাশছোঁয়া। তাই ঘরে বসেই বানিয়ে নিন এসি।

বাড়িতে থাকা পুরোনো মাটির কলসি দিয়েই এই এয়ার কন্ডিশনার তৈরি করা যাবে। মাত্র হাজারখানেক টাকা খরচ করলেই তৈরি করা যাবে এই হোমমেড এসি। কিংবা তার থেকেও কম খরচে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বাড়িতে পাওয়া যাবে এসির মতো হাওয়া।

এ ধরনের এসি তৈরি করতে প্রথমেই মাটির পাত্রের নিচে কিছু ছিদ্র তৈরি করে নিতে হবে। তারপর কলসির ভেতরে একটা হাই-পাওয়ার্ড ফ্যান বসাতে হবে তা বাইরের বাতাস টেনে নেবে। সেই বাতাস পরে মাটির কলসিতে তৈরি করা ছিদ্রগুলোর মাধ্যমে ফ্যানের মাধ্যমেই বের হয়ে যাবে। তবে তার জন্য এই পাত্রে কিছু বরফ রেখে দিতে হবে। তারপর যখনই পাত্রের ভেতরের ফ্যানটা চালাবেন তখনই সেটি বাইরের গরম হাওয়া টেনে তা বরফের মাধ্যমে ঠান্ডা করে ছেড়ে দেবে।

ইলেকট্রিশিয়ানকে দিয়ে কলসির উপরের অংশে একটা সুইচ বসিয়ে নিতে পারেন, যা দিয়ে ফ্যানটি চালাতে পারবেন। ঘর কতটা ঠান্ডা হচ্ছে তা দেখার জন্য মাটির কলসিটির উপরে একটি ডিজিটাল থার্মোমিটার বসিয়ে তা থেকে রিডিংও দেখে নিতে পারবেন। সবমিলিয়ে খুব অল্প খরচে তৈরি এই হোমমেড এসি ঘর ঠান্ডা রাখতে পারবে, ঠান্ডা করবে আপনাকেও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘর ঠান্ডা রাখতে হোমমেড এসি বানাবেন যেভাবে

আপডেট সময় ১১:৩৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে অনেকেরই হাঁসফাঁস অবস্থা। এ সময়ে দরকার ঠান্ডা বাতাস। কিন্তু এয়ার কন্ডিশনারের দাম আকাশছোঁয়া। তাই ঘরে বসেই বানিয়ে নিন এসি।

বাড়িতে থাকা পুরোনো মাটির কলসি দিয়েই এই এয়ার কন্ডিশনার তৈরি করা যাবে। মাত্র হাজারখানেক টাকা খরচ করলেই তৈরি করা যাবে এই হোমমেড এসি। কিংবা তার থেকেও কম খরচে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বাড়িতে পাওয়া যাবে এসির মতো হাওয়া।

এ ধরনের এসি তৈরি করতে প্রথমেই মাটির পাত্রের নিচে কিছু ছিদ্র তৈরি করে নিতে হবে। তারপর কলসির ভেতরে একটা হাই-পাওয়ার্ড ফ্যান বসাতে হবে তা বাইরের বাতাস টেনে নেবে। সেই বাতাস পরে মাটির কলসিতে তৈরি করা ছিদ্রগুলোর মাধ্যমে ফ্যানের মাধ্যমেই বের হয়ে যাবে। তবে তার জন্য এই পাত্রে কিছু বরফ রেখে দিতে হবে। তারপর যখনই পাত্রের ভেতরের ফ্যানটা চালাবেন তখনই সেটি বাইরের গরম হাওয়া টেনে তা বরফের মাধ্যমে ঠান্ডা করে ছেড়ে দেবে।

ইলেকট্রিশিয়ানকে দিয়ে কলসির উপরের অংশে একটা সুইচ বসিয়ে নিতে পারেন, যা দিয়ে ফ্যানটি চালাতে পারবেন। ঘর কতটা ঠান্ডা হচ্ছে তা দেখার জন্য মাটির কলসিটির উপরে একটি ডিজিটাল থার্মোমিটার বসিয়ে তা থেকে রিডিংও দেখে নিতে পারবেন। সবমিলিয়ে খুব অল্প খরচে তৈরি এই হোমমেড এসি ঘর ঠান্ডা রাখতে পারবে, ঠান্ডা করবে আপনাকেও।