ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শরীয়তপুরে ছেলের গাছের গোড়ার আঘাতে বাবা নিহত সেই ছেলে গ্রেফতার। ঢাবি ছাত্রশিবিরের সভাপতি কে এই সাদিক শিগগিরই ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: শিবির সভাপতি চট্টগ্রাম নগর যুবদলের কমিটি বিলুপ্ত, ২ নেতা বহিষ্কার সরকার পতনের পর এই প্রথম মুখ খুললেন সাদ্দাম-ইনান কিস্তির টাকা দিতে না পারায় গরু ছিনিয়ে নিয়ে গেলেন এনজিও মাঠকর্মীরা রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ভোলায় শহীদ পরিবারদের কোটি টাকার সহায়তা দিল- জামায়াতে ইসলাম জাতিসংঘের ৭৯তম অধিবেশন যোগ দিতে নিউইয়র্কে দৈনিক তরুণ কণ্ঠ সম্পাদক রফিকুল ইসলাম শান্ত বাংলাদেশে অভ্যুত্থানের পর আমেরিকা প্রকাশ্যে এসে বড় ঘোষণা

ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে বিএনপির সংলাপ

সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলন করতে বিএনপির সঙ্গে ঐকমত্য পোষণ করেছে ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগ। মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দল দুটির সঙ্গে সংলাপ করে বিএনপি।

সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা একমত হয়েছি, এই সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন গড়ে তুলব। তাদের পদত্যাগ করতে বাধ্য করব।

তিনি বলেন, এই লুটেরা সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি করার লক্ষ্যে প্রথম দফায় আমরা ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছি। দ্বিতীয় দফায় এখন পর্যন্ত ১১টি দলের সঙ্গে সংলাপ করেছি। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল, আন্দোলনের দাবিগুলো নির্ধারণ করা। তার মধ্যে প্রধান হচ্ছে গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়ার মুক্তি, রাজনৈতিক কারণে যারা বন্দি নেতাদের মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর। তারাই একটি নতুন নির্বাচন কমিশন গঠন করবে। যাদের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। সেখানে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।

এ সময় ইসলামী ঐক্যজোটের নেতা মাওলানা আব্দুর রকিব বলেন, আমরা বিএনপির দাবিগুলোর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। ভবিষ্যতে আমরা বিএনপির সঙ্গে থাকব। তিনি আরও বলেন, সরকার নিরীহ আলেম-ওলামাদের জেলে রেখেছে। তাদের মুক্তির দাবি করছি। আমরা আশা করছি, দেশে এমন আন্দোলন হবে, নিরীহ আলেম-ওলামা মুক্তি পাবেন এবং খালেদা জিয়াও মুক্তি পাবেন।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব ও সাধারণ সম্পাদক আব্দুল করিম খানের নেতৃত্বে  ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।  অন্যদিকে ডেমোক্রেটিক লীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দীন আহমেদ মনি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে ছেলের গাছের গোড়ার আঘাতে বাবা নিহত সেই ছেলে গ্রেফতার।

ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে বিএনপির সংলাপ

আপডেট সময় ০২:০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলন করতে বিএনপির সঙ্গে ঐকমত্য পোষণ করেছে ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগ। মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দল দুটির সঙ্গে সংলাপ করে বিএনপি।

সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা একমত হয়েছি, এই সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন গড়ে তুলব। তাদের পদত্যাগ করতে বাধ্য করব।

তিনি বলেন, এই লুটেরা সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি করার লক্ষ্যে প্রথম দফায় আমরা ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছি। দ্বিতীয় দফায় এখন পর্যন্ত ১১টি দলের সঙ্গে সংলাপ করেছি। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল, আন্দোলনের দাবিগুলো নির্ধারণ করা। তার মধ্যে প্রধান হচ্ছে গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়ার মুক্তি, রাজনৈতিক কারণে যারা বন্দি নেতাদের মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর। তারাই একটি নতুন নির্বাচন কমিশন গঠন করবে। যাদের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। সেখানে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।

এ সময় ইসলামী ঐক্যজোটের নেতা মাওলানা আব্দুর রকিব বলেন, আমরা বিএনপির দাবিগুলোর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। ভবিষ্যতে আমরা বিএনপির সঙ্গে থাকব। তিনি আরও বলেন, সরকার নিরীহ আলেম-ওলামাদের জেলে রেখেছে। তাদের মুক্তির দাবি করছি। আমরা আশা করছি, দেশে এমন আন্দোলন হবে, নিরীহ আলেম-ওলামা মুক্তি পাবেন এবং খালেদা জিয়াও মুক্তি পাবেন।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব ও সাধারণ সম্পাদক আব্দুল করিম খানের নেতৃত্বে  ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।  অন্যদিকে ডেমোক্রেটিক লীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দীন আহমেদ মনি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।