ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগষ্টিনের সহোচর কল্পনা ফলিয়ার যত প্রতারণা হাসিনার বিশ্বস্ত আমলা পাওয়ার গ্রিডের এ.কে. আজাদ এখনও বহাল তবিয়তে নাটোরের অনার্স শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান ঈশ্বরদীতে উপজেলা যুবদলের উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় আদালতের নির্দেশে আইনি কার্যক্রম পরিচালনার জন্য লাশ উত্তোলন বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপন তদন্তের মুখে আ.লীগ আমলের পুলিশ কর্মকর্তারা ক্যাডেট এসআইরাও তদন্তের আওতায় সিলেটে দেড় থেকে ২ কোটি ব্যারেল তেল পাওয়ার সম্ভাবনা রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না: রিজওয়ানা হাসান

বানিয়াচংয়ে ভূমিহীন সাদিয়ার ঘর জা’য়ের দখল,রক্তপাতের সম্ভাবনা

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার শরীফখানী পাড়া গ্রামে একজনের দখলের ঘর অপরজনকে দলিল দেওয়ায় বছরধরে উত্তেজনার পর মঙ্গলবার ঘরটির আসল মালিক ভূমিহীন সাদিয়াকে হটিয়ে ঘরে প্রবেশ করেছেন তার (সাদিয়ার) আপন জা। এ নিয়ে দেখা দিয়েছে চরম উত্তেজনা। সাদিয়া বলছেন আমার ঘর আমাকে বুঝিয়ে না দিলে আমি প্রান ত্যাগ করবো নতুবা রক্তপাত ঘটাব। খবর পেয়ে বানিয়াচং থানার এস আই মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, খাস খতিয়ানের দখল ক্রয় করে সেখানে ঘর তৈরী করে সন্তান সন্ততি নিয়ে ১২ বছর ধরে বসবাস করছেন ভ‚মিহীন সাদিয়া। কিন্তু ওই ঘরটি সরকারী আশ্রয়নের ঘর দেখিয়ে সাদিয়ার জাকে দিয়ে দেন তৎকালীন ইউএনও মাসুদ রানা। তবে দখলে থেকে যান সাদিয়াই।

এ নিয়ে সাদিয়া সুলতানা বানিয়াচং মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। পরে ডিসি বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলে বানিয়াচংয়ের এসিল্যান্ড ঘরটি সাদিয়া সুলতানা পাওয়ার যোগ্য বলে প্রতিবেদন দেন।

ইউএনও পদ্মাসন সিংহ জানান, সরজমিনে গিয়েছিলাম। সেখানে সাদিয়ার একটি নিজস্ব দালান রয়েছে মর্মে লোকজন জানিয়েছেন। তাই অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিবেন।

সাদিয়া সুলতানা জানান, ১২ বছর আগে আমি চাকুরী থেকে অবসর নিয়ে ভ‚মিহীন স্বামী মিজানুর রহমানের এলাকা ভট্রপারায় তারেক মিয়ার কাছ থেকে ৬ শতক খাস ভ‚মি দখল ক্রয় করে সেখানে আমার জমানো টাকা দিয়ে সেমিপাকা ঘর তৈরী করে বসবাস করছি।

কিন্তু প্রধান্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর তৈরী করে দিতে ইউএনও মাসুদ রানা আমার ৪ শতক ভুমিতে দুটি ঘর নির্মাণ করে দুইজন ভ‚মিহীনকে প্রদান করেন এবং আমার ঘরের বাকি অংশে শুধুমাত্র একটি বারান্দা যুক্ত করে আশ্রয়নের ঘর হিসেবে চালিয়ে দেন। এবং আমাকে ঘরটি দেওয়ার প্রতিশ্রæতি দিয়েও তিনি অদৃশ্য কারণে আমার দেবর কাওছারের স্ত্রীর নামে দলিল করে দেন। কিন্ত আমি বরাবরের ন্যায় ঘরে বসবাসের পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগষ্টিনের সহোচর কল্পনা ফলিয়ার যত প্রতারণা

বানিয়াচংয়ে ভূমিহীন সাদিয়ার ঘর জা’য়ের দখল,রক্তপাতের সম্ভাবনা

আপডেট সময় ০৭:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার শরীফখানী পাড়া গ্রামে একজনের দখলের ঘর অপরজনকে দলিল দেওয়ায় বছরধরে উত্তেজনার পর মঙ্গলবার ঘরটির আসল মালিক ভূমিহীন সাদিয়াকে হটিয়ে ঘরে প্রবেশ করেছেন তার (সাদিয়ার) আপন জা। এ নিয়ে দেখা দিয়েছে চরম উত্তেজনা। সাদিয়া বলছেন আমার ঘর আমাকে বুঝিয়ে না দিলে আমি প্রান ত্যাগ করবো নতুবা রক্তপাত ঘটাব। খবর পেয়ে বানিয়াচং থানার এস আই মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, খাস খতিয়ানের দখল ক্রয় করে সেখানে ঘর তৈরী করে সন্তান সন্ততি নিয়ে ১২ বছর ধরে বসবাস করছেন ভ‚মিহীন সাদিয়া। কিন্তু ওই ঘরটি সরকারী আশ্রয়নের ঘর দেখিয়ে সাদিয়ার জাকে দিয়ে দেন তৎকালীন ইউএনও মাসুদ রানা। তবে দখলে থেকে যান সাদিয়াই।

এ নিয়ে সাদিয়া সুলতানা বানিয়াচং মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। পরে ডিসি বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলে বানিয়াচংয়ের এসিল্যান্ড ঘরটি সাদিয়া সুলতানা পাওয়ার যোগ্য বলে প্রতিবেদন দেন।

ইউএনও পদ্মাসন সিংহ জানান, সরজমিনে গিয়েছিলাম। সেখানে সাদিয়ার একটি নিজস্ব দালান রয়েছে মর্মে লোকজন জানিয়েছেন। তাই অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিবেন।

সাদিয়া সুলতানা জানান, ১২ বছর আগে আমি চাকুরী থেকে অবসর নিয়ে ভ‚মিহীন স্বামী মিজানুর রহমানের এলাকা ভট্রপারায় তারেক মিয়ার কাছ থেকে ৬ শতক খাস ভ‚মি দখল ক্রয় করে সেখানে আমার জমানো টাকা দিয়ে সেমিপাকা ঘর তৈরী করে বসবাস করছি।

কিন্তু প্রধান্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর তৈরী করে দিতে ইউএনও মাসুদ রানা আমার ৪ শতক ভুমিতে দুটি ঘর নির্মাণ করে দুইজন ভ‚মিহীনকে প্রদান করেন এবং আমার ঘরের বাকি অংশে শুধুমাত্র একটি বারান্দা যুক্ত করে আশ্রয়নের ঘর হিসেবে চালিয়ে দেন। এবং আমাকে ঘরটি দেওয়ার প্রতিশ্রæতি দিয়েও তিনি অদৃশ্য কারণে আমার দেবর কাওছারের স্ত্রীর নামে দলিল করে দেন। কিন্ত আমি বরাবরের ন্যায় ঘরে বসবাসের পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাচ্ছি।