হবিগঞ্জের বানিয়াচং এ গত ০৭নভেম্বর ২২খ্রিঃ রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় বানিয়াচং থানার উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অফিস কক্ষে চুরির ঘটনা সংগঠিত হয়।
উক্ত ঘটনার আড়াই মাস পর অজয় চন্দ্র দেব, অফিসার ইনচার্জ, বানিয়াচং থানার নেতৃত্বে এসআই/সন্তোষ চৌধুরী, এএসআই/ মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স সহকারে গত ২৯শে জানুয়ারী ২৩খ্রিঃ ১২.৩০ ঘটিকার সময় বড়বাজার এলাকা থেকে পেশাদার চোর মোঃ শামীম মিয়া (১৯), পিতা- সাবাজ মিয়া, মাতা- রেহা বেগম, সাং- নন্দীপাড়া, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে সে উক্ত চুরির ঘটনা স্বীকার করিয়া জানায় চুরির মালামাল নতুনবাজারস্থ ভাঙ্গারী ব্যবসায়ী মিজানুর রহমান (৩২), পিতা- আহম্মদ আলী, সাং- শিবপাশা, থানা- আজমেরীগঞ্জ, জেলা- হবিগঞ্জ, বর্তমানে- মিজান ষ্টোর, নতুন বাজার, ভাঙ্গারী দোকান, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জ এর নিকট বিক্রয় করিয়াছে। পরবর্তীতে মিজানের ভাঙ্গারী দোকানে অভিযান চালিয়ে চোরাই মালামাল এর মধ্যকার ০১টি প্রিন্টার উদ্ধার করা হয়।
উক্ত ঘটনার বিষয়ে আসামী শামীম মিয়া (১৯) বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করিয়াছে।