ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেরোবিতে স্বৈরাচারী দোসর ও শিক্ষার্থীদের উপর হামলার ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ শুক্রবারও চলবে মেট্রোরেল চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের অভিযানে দু’কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক-১ অতিরিক্ত বৃষ্টিপাত হলেই ভাসতে থাকে প্রথম শ্রেণীর জাজিরা পৌরসভা। চট্টগ্রামে সাবেক সাংসদ বাদলের কবরে ভাঙচুর-অগ্নিসংযোগ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে মুক্তি পাচ্ছে ‘রুম নম্বর ২০১১’ গণতন্ত্র ও বিএনপি সমান্তরাল : মির্জা ফখরুল আ.লীগ দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল : তারেক রহমান

সাজার মেয়াদ শেষ, আইনি জটিলতায় দেশে ফিরতে পারছে না, ভারতের ৩১ নাগরিক

  • জহিরুল ইসলাম
  • আপডেট সময় ০৭:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
  • ৫৭৪ বার পড়া হয়েছে

সাজার মেয়াদ শেষ, তবু নিজ দেশ ভারতে ফিরতে পারছেন না। তারা দীর্ঘদিন যাবত যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। বন্দীদের মধ্যে চার থেকে পাঁচজন বাংলা ভাষা বলতে ও বুঝতে পারেন। অন্যদের ভাষা কেউ বুঝতে পারেন না। যে কারণে অত্যন্ত মানবেতর দিন কাটছে তাদের। ভারত সরকারের সদিচ্ছার অভাবে তারা নিজ দেশে ফিরতে পারছেন না বলে অভিযোগ করা হচ্ছে।

যশোর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, সাজার মেয়াদ শেষ হওয়া ৩১ ভারতীয় নাগরিক নিজ দেশে প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছেন। তাদের মধ্যে ২৪ জনের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক আগেই অনুমোদন দিয়েছে। তাদের প্রত্যাবাসনের জন্য যশোর কেন্দ্রীয় কারাগার থেকে যশোরস্থ ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নিকট একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। ]

তবে ৪৯ বিজিবি, যশোর ব্যাটালিয়নের অধিনায়ক কর্তৃক এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বিএসএফ কর্তৃপক্ষের নিকট চিঠি পাঠানো হলেও সেখান থেকে এখনও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। যশোর কারাগার সূত্রে আরও জানা যায়,এই ৩১ জন ভারতীয় বন্দীর মধ্যে প্রায় সবাই বিনা পাসপোর্টে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশের পুলিশের হাতে আটক হন।

পরে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়। বন্দীদের বেশির ভাগ লেখাপড়া জানেন না। তাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই নাজুক। যে কারণে তাদেও দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে কী করতে হবে, তাদের পরিবারের লোকজনের তা জানা নেই।

এ ব্যাপারে যশোর জেলা লিগ্যাল এইড সভায় একাধিকবার আলোচনা হয়েছে। যশোরের মানবাধিকার সংগঠন রাইটস যশোরের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে চিঠিও পাঠানো হয়েছে। ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা মুঠোফোনে জানিয়েছেন, তারা শিগগিরই যশোর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নিবাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে স্বৈরাচারী দোসর ও শিক্ষার্থীদের উপর হামলার ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে

সাজার মেয়াদ শেষ, আইনি জটিলতায় দেশে ফিরতে পারছে না, ভারতের ৩১ নাগরিক

আপডেট সময় ০৭:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩

সাজার মেয়াদ শেষ, তবু নিজ দেশ ভারতে ফিরতে পারছেন না। তারা দীর্ঘদিন যাবত যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। বন্দীদের মধ্যে চার থেকে পাঁচজন বাংলা ভাষা বলতে ও বুঝতে পারেন। অন্যদের ভাষা কেউ বুঝতে পারেন না। যে কারণে অত্যন্ত মানবেতর দিন কাটছে তাদের। ভারত সরকারের সদিচ্ছার অভাবে তারা নিজ দেশে ফিরতে পারছেন না বলে অভিযোগ করা হচ্ছে।

যশোর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, সাজার মেয়াদ শেষ হওয়া ৩১ ভারতীয় নাগরিক নিজ দেশে প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছেন। তাদের মধ্যে ২৪ জনের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক আগেই অনুমোদন দিয়েছে। তাদের প্রত্যাবাসনের জন্য যশোর কেন্দ্রীয় কারাগার থেকে যশোরস্থ ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নিকট একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। ]

তবে ৪৯ বিজিবি, যশোর ব্যাটালিয়নের অধিনায়ক কর্তৃক এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বিএসএফ কর্তৃপক্ষের নিকট চিঠি পাঠানো হলেও সেখান থেকে এখনও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। যশোর কারাগার সূত্রে আরও জানা যায়,এই ৩১ জন ভারতীয় বন্দীর মধ্যে প্রায় সবাই বিনা পাসপোর্টে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশের পুলিশের হাতে আটক হন।

পরে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়। বন্দীদের বেশির ভাগ লেখাপড়া জানেন না। তাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই নাজুক। যে কারণে তাদেও দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে কী করতে হবে, তাদের পরিবারের লোকজনের তা জানা নেই।

এ ব্যাপারে যশোর জেলা লিগ্যাল এইড সভায় একাধিকবার আলোচনা হয়েছে। যশোরের মানবাধিকার সংগঠন রাইটস যশোরের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে চিঠিও পাঠানো হয়েছে। ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা মুঠোফোনে জানিয়েছেন, তারা শিগগিরই যশোর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নিবাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান।