নাটোরের সিংড়ায় ৩নং ইটালী ইউনিয়নের রাতাল গ্রাম (শ্যালিকা পাড়ায়) সরকারি পুকুর সংস্করণের সময় ৩০ জানুয়ারি সোমবার দিবাগত রাত আনুমানিক ১০.০০ ঘটিকায় একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার ইটালী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম আরিফ’র নিজস্ব তহবিল থেকে জনগণের সার্থে পুকুর টি সংস্করণের কাজ চলতেছিল।ওই পুকুরের দক্ষিণ পাশে মাটি খনন করার সময় মূর্তিটি দেখা যায়।
এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে লোকজন মূর্তিটি একনজর দেখার জন্য ছুটে আসে। খবর পেয়ে চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ সিংড়া থানা পুলিশকে অবগত করেন,পরে মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিটে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কষ্টিপাথরের মূর্তিটি থানায় নিয়ে যায়।
মূর্তিটির ওজন প্রায় ৪২কেজি। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন,মূর্তিটি থানায় হেফাজতে রাখা হয়েছে, পরে প্রত্মতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।