কৃষক ও কৃষির উন্নয়নের জন্য বিনা মূল্যে সার, বীজ ও কৃষি সরঞ্জাম বিতরণ করে যাচ্ছেন বর্তামান সরকার বলেছেন আব্দুল মজিদ খান এম.পি।
২০২২-২৩ অর্থ বছরের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বানিয়াচংয়ে প্রান্তিক কৃষকদের মাঝে সেচ যন্ত্র বিতরণ করা হয়েছে। ২৮ জানুয়ারি শনিবার দুপুর ১২ টায় বানিয়াচং উপজেলা অডিটোরিয়ামে সেচ যন্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সুনামধন্য সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসার অধিদফতরের আয়োজনে অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের মাঝে সেচ যন্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিখাতের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষক ও কৃষির উন্নয়নের জন্য এ সরকার বিনা মূল্যে সার, বীজ ও কৃষি সরঞ্জাম বিতরণ করে যাচ্ছেন। এই কারণে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
সভায় সংসদ-সদস্য কৃষকদের উদ্দেশ্যে বলেন, বীজ, সার ও যন্ত্রপাতি নিয়ে বসে থাকলে হবে না। বানিয়াচং উপজেলাকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে খাদ্যে উদ্বৃত্ত উপজেলা হিসাবে গড়ে তুলতে হবে। বানিয়াচং উপজেলার কোনো জমি খালি রাখা যাবে না। সব ফসলি জমি চাষাবাদ করতে হবে।তিনি আরো বলেন,বিএনপি জামায়েত জোট সরকারের আমলে কৃষকদের সারের জন্য জীবন দিতে হয়েছিল, কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও সেচ যন্ত্র দিয়ে আসছেন।
এতে করে কৃষকরা এখন লাভবান হয়ে উঠেছেন। বানিয়াচং উপজেলা নির্বাহি অফিসার পদ্মসন সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী ভাই, ভাইস-চেয়ারম্যান ফারুক আমীন ভাই, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার কৃষি অফিসার এনামুল হক, ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, ১নং উত্তর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খান, ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আরফান উদ্দিন, ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ৬নং কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এরশাদ আলী , ৭নং বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আহমেদ, ৯ নং পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিপুল ভুষন রায়, যুগ্ন সাধারণ সম্পাদক তজ্জমুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ জেড এম উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন প্রমুখ।