প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ”-এর উদ্যোগে ২৮ জানুযারী সকাল ১১টায় তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদের হলরুমে পরিষদের ত্রি-বাষিক সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষনা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএফইউজে-বাংলাাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন ও সহ-সভাপতি মানিক লাল ঘোষ।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী, অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালাম। আরো বক্তব্য রাখেন পরিষদের সাংগঠনিক সম্পাদক আসলাম ইকবাল ও প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। ত্রি-বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেন-বিশ্বের বিভিন্ন দেশে প্রবীণ সাংবাদিকদের জন্য সম্মান জনক ভাতার ব্যবস্থা থাকলেও আমাদের দেশে নেই।
বর্তমানে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অনেক ক্ষেত্রে ভাতার ব্যবস্থা করেছেন। তাই প্রবীণ সাংবাদিকরা দীর্ঘদিন ধরে সম্মান জনক মাসিক ভাতার দাবি করে আসছেন। প্রবীণরা সারাজীবন লেখনির মাধ্যমে সেবা বিলিয়ে দিয়ে আসছেন, আজ তার জান্য সেবা নেই। ভাতা প্রদ্ধতি প্রবর্তনের জন্য প্রবীণ সাংবাদিকরা অনুরোধ জানান। পরে পরিষদের সাধারণ সম্পাদকের রিপোর্ট ও অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করা হয় এবং পরিষদের প্রবীণ সাংবাদিক সদস্যের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। পরিষদের নব-গঠিত কমিটির সবার প্রতি রইল শুভ কামনা।
ছবি সংগ্রহঃ মোস্তাফিজ মিন্টু।