চাঁদপুরের ফরিদগঞ্জ উপজলার ৮নং পাইকপাড়া ইউনিয়নের চৌমুখা গ্রামের মিজি বাড়ির সৌদি প্রবাসী মনির হোসেন পাটওয়ারীর পরিবারের সাথে একই বাড়ির ইতালি প্রবাসী সেলিম পাটওয়ারী পরিবারের গত ২/৩ বছর ধরে জমি সংক্রান্ত ঝামেলায় হামলা মামলা মােকদ্দমা সহ বিভিন্ন ঝামেলা প্রতিনিয়ত অবিরত হয়েই আসছে।
ভুক্তভোগী প্রবাসী মনিরের পরিবারের অভিযোগ ইতালি প্রবাসী সেলিম পাটওয়ারী তার অর্থের অপব্যবহার করে স্থানীয় লাঠিয়াল বাহিনীর মাধ্যমে আমাদের ক্রয়কৃত সম্পত্তি দখল নিতে চাচ্ছে।
এব্যাপারে প্রতিবেদককে ভুক্তভোগী পরিবারের চাচা সাবেক ইউপি সদস্য আকবর হোসেন (বতু) বলেন,সেলিম পাটওয়ারীর পরিবার গত শনিবার (২১ জানুয়ারী) সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রসহ জোর পূর্বক ভাবে রাতের আধারে মনির পাটওয়ারীদের ঘরবাড়ি ভাংচুর করেছে,এবং গত বছর একই জমিতে সেলিম পাটওয়ারীর পরিবার সন্ত্রাসী কায়দায় নির্মান কৃত ওয়াল ভেঙ্গে দিয়েছে, যা আদালতে বিচারাধীন ছিলো।
বুধবার (২৫ জানুয়ারী) ঘটনাস্থলে গেলে জমির মালিক প্রবাসী মানির পাটওয়ারী মুঠোফোনে জানান,এই জমি আমাদের ক্রয়কৃত। আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণাদি রয়েছে এবং এই নিয়ে আমাদের উভয় পরিবারের আদালতে মামলাও চলমান রয়েছে। সেলিম পাটওয়ারী আমাদের জমি জবরদখল করতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে । অর্থের জোরে সন্ত্রাসী কায়দায় বার বার আমাদের জমি দখল নিতে হামলা চালিয়ে বিভিন্নভাবে একাধিকবার ক্ষয় ক্ষতি করছে। আমরা প্রশাসনের কাছে এর সঠিক তদন্ত ও সু-বিচার প্রত্যাশা করছি।
ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, আমি এ ব্যাপারে অবগত আছি কিন্তু প্রত্যক্ষভাবে দুই পরিবার থেকে কেউ’ই আমার কাছে অভিযোগ দেইনি তাই এব্যাপার আমি মন্তব্য করতে অনিচ্ছুক। এই মামলার ফরিদগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুর রহমান বলেন,প্রবাসী মনির গংরা প্রবাসী সেলিম পাটোয়ারীর সন্ত্রাসী আক্রমণে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবাসী সেলিম অহেতুক জোর দেখাচ্ছে। আমি ঘটনার সুস্থ তদন্ত করে প্রবাসী মনির পাটওয়ারীকে জায়গার মালিক হিসেবে পেয়েছি। এবং বাদীর সত্যতা পায়নি বলে মামলার বাদী প্রবাসী সেলিমকে অহেতুক হয়রানি মূলক অভিযোগ থানায় এসে উঠিয়ে নিয়ে নিজেরা স্থানীয় ইউপি পরিষদে বসে সঠিক কাগজ পত্র দেখে সুস্থ সমাধানের পরামর্শ দিয়েছি। কিন্তু বাদী পক্ষ সেলিম কর্ণপাত করেনি।
একই ঝামেলার ফরিদগঞ্জ থানার পূর্বের তদন্তকারী কর্মকর্তা এসআই ফরায়েজী বলেন,সঠিকভাবে খরিদা সূত্রে প্রকৃত এ জমির মালিক প্রবাসী মনির পাটওয়ারীগংরা। আমার তদন্তকালে আমি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে দলিল পত্র দেখে লিপিবদ্ধ করে সমাধান করেছি। কিন্তু কেন যেন প্রবাসী সেলিম ঝামেলা মিটাতে নারাজ। এদিকে প্রতিবেদককে বাদী সেলিম পাটওয়ারীকে সরজমিনে না পেয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করতে চাইলেও তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
অপরদিকে স্থানীয় ইউপি পরিষদের সচিব সিদ্দীক মীর জানান,আমার কাছে উভয়ের লিখিত অভিযোগ এসেছে অভিযোগ পাওয়ার পর আমার চেয়ারম্যান কে আমি অবহিত করি। চেয়ারম্যান সাহেব সহ ঘটনা স্থল পরিদর্শন করে এসেছি। স্থানীয় ঐ ওয়ার্ডের মেম্বারের মাধ্যমে দুই পরিবারকে আগামী শুক্রবার এ ব্যাপারে বসার পরামর্শ দিয়েছি। এবং উভয় পক্ষ মানিত সাল্লিসদের মাধ্যমে সঠিক দলিলপত্র দেখার পর স্থানীয়ভাবে সুস্থ সমাধানের চেষ্টা করব।