ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে ভিক্ষুকদের জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে গৃহীত স্কিম বাস্তবায়নে” উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চাঁদপুরের ফরিদগঞ্জে ভিক্ষুকদের মাঝে এককালীন অনুদান/সহায়ক উপকরণ বিতরণী অনুষ্ঠানে ভিক্ষুকদের মাঝে বিক্রির জন্য খাদ্য সামগ্রী যন্ত্রচালিত ৬টি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি ও ৩টি গরু প্রদান করেন।
সোমবার (২৩ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলা কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান ইমরোজের সঞ্চালনায় অনুদান বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম (রোমান), প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, প্রকৌশলী আবরার আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম ফিল্ড সুপারভাইজার পান্না রহমান।
ভিক্ষা একটি সামাজিক সমস্যা ও অপরাধ উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা বলেন, ভিক্ষামুক্ত শ্রমনির্ভর ও স্বনির্ভর জাতি গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে। ভিক্ষাবৃত্তি যে কারো সামাজিক অবস্থাকে পিছিয়ে দেয়। মহানবী (সঃ) ভিক্ষাবৃত্তি পছন্দ করতেন না আপনারা ভিক্ষাবৃত্তির মতো ঘৃনিত পেশা থেকে সরে আসুন। সরকার আপনাদের জীবনমান উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। সরকারি অনুদানের অর্থ দিয়ে মাছ মাংস না খেয়ে হাস-মুরগী ও ছাগল পালন করে পরিবারের স্বচ্ছলতা আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
পরে ফরিদগঞ্জ উপজেলার মিরপুর গ্রামের আব্দুল কাদের ও আমেনা বেগমের সন্তান মাসুদ আলমকে একটি গরু, ভাটিরগাঁও গ্রামের, বিল্লাল হোসেন ও মৃত রোকেয়া বেগমের সন্তান আজিজুর রহমান মিন্টু’কে একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি,গুপ্টি মানুরী গ্রামের সিদ্দিকুর রহমান ও সামছুন নেছার সন্তান ইউছুফ’কে একটি গরু, রূপসা (উঃ) ইউনিয়নের বাবুল ও নাজমা বেগমের সন্তান আকবর’কে একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি, গোবিন্দপুর (দঃ) ইউনিয়নের আলি আক্কাছ ও রেজিয়া বেগমের সন্তান ইসমাইল পাটওয়ারী’কে একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি, সেকদি গ্রামের হাবিব উল্লা ও হজুন্নেছা বেগমের সন্তান বাবুল মিজি’কে একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি, লক্ষীপুর গ্রামের আবুল বাসার নুরজাহান বেগমের সন্তান বিল্লাল’কে একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি, ইসলামপুর গ্রামের মোঃ জালাল ও সালেহা বেগমের সন্তান রুমা আক্তার’কে একটি গরু, পঃ পোয়া গ্রামের জয়নাল গাজী ও রাহিমা বেগমের সন্তান মোঃ ইব্রাহিম হোসেন’কে একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়িসহ খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জামাদি অনুদান প্রদান করেন আমন্ত্রিত অতিথিগণ।