নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করে ২ লক্ষ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৮ জানুয়ারী বুধবার বেলা ১১.৩০ মিনিট থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিক্তিতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামে ও সিংড়া উপজেলার চকবলরামপুর এলাকায় কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এবং জনাব মোঃ মেহেদী হাসান তানভীর,সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর , নাটোর জেলা কার্যালয়ের সহিত একটি ভেজাল বিরোধী যৌথ অভিযানে গুড় তৈরী,সংরক্ষণ ও বিক্রয় করা এবং অস্বাস্থ্যকর খাদ্য -দ্রব উৎপাদনের অপরাধে ৬জন ভেজাল গুড় ব্যবসায়ীকে ২লক্ষ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১.”মেসার্স ভাই ভাই ট্রেডার্স “গুড় কারখানার মালিক আঃ হান্নান শেখ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৪ ধারায় ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা, সিংড়া থানাধীন ” সোহেল গুড় ভান্ডার” গুড় কারখানার মালিক সোহেল রানা (৩৪) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ২০ হাজার টাকা, “নুরুজ্জামান গুড় ভান্ডার ” গুড় কারখানার মালিক মোঃ নুরুজ্জামান ইসলাম (৫০) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ৩৫ হাজার টাকা “আজহারুল গুড় ভান্ডার” এর মালিক আজহারুল ইসলাম (৪৭)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৪২ ধারায় ২৫ হাজার টাকা, “তফিকুল গুড় ভান্ডার ” এর মালিক মোঃ তফিকুল ইসলাম (৪৫)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ১৫ হাজার টাকা ও “শাহিন গুড় ভান্ডার” এর মালিক মোঃ শাহাদাৎ হোসেন শাহীন( ৪২) কে ভোক্ত অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় উনিশ হাজার টাকা জরিমানা করেন। পরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, নাটোর এর নির্দেশক্রমে জব্দকৃত ভেজাল আলামত সমুহ সাক্ষীগনের উপস্থিতিতে ধ্বংস করা হয়। এছাড়াও জরিমানাকৃত মোট ২ লক্ষ ৬৪ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। র্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।