যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী পানিসারা ইউনিয়নের পানিসারায় আজ থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী ফুল উৎসব ২০২৩ । আজ ১৯ জানুয়ারি শুরু হয়ে চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। এই ফুল উৎসবের আয়োজন করেছে ঝিকরগাছা উপজেলা প্রশাসন। ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের পানিসারায় মনোমুগ্ধকর পরিবেশে তিনদিনের “ফুলের উৎসব ” ইতিমধ্যে জানান দিয়েছে গোটা জেলার মানুষকে।
ফুল ভালবাসার প্রতিক। যুগযুগ ধরে সারা বিশ্বের মানুষ ফুল দিয়ে একে অপরের সাথে মনের ভাব প্রকাশ করে আসছে। দেশের সর্ববৃহৎ ফুল উৎপাদন কেন্দ্র গদখালীতে জাঁকজমকপূর্ণ ভাবে ফুল উৎসব শুরু হবে আজ। প্রথম বারের মতো ফুলের রাজধানীতে এমন আয়োজনকে অভিনন্দন জানিয়েছেন এই এলাকার মানুষ। ফুল উৎসবকে ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে ফুলের সাথে জড়িত সবার মধ্যে। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন উপজেলা প্রশাসন দেশের সর্ববৃহৎ ফুল সেক্টরে এমন একটি আয়োজন করেছে সেজন্য আমরা খুবই আনন্দিত। ফুল উৎপাদনে এখানকার চাষিদের যে আশা ছিলো, যে সপ্ন ছিলো আমরা আশাবাদী ফুল উৎসবের মাধ্যমে অচিরেই তা বাস্তবায়ন হবে। সর্বোপরি ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসনকে আমাদের এমন একটি সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য।