রংপুর জেলায় বদরগঞ্জ উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক বাগবাড় (সরকার পাড়া) গ্রামে স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল মাজিদ ও তার ছোট ভাই আব্দুল মাজেদের নেতৃত্বে ৪০/৫০ জনের একটি দল রাতের আঁধারে হামলা চালিয়ে হাজী জয়নুল ইসলামের বাড়ি সহ স্থানীয় লোকদের বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট।
সরজমিনে ও স্থানীয় লোকদের সাথে কথা বলে পাশাপাশি মামলা অভিযোগ সূত্রে থেকে জানা যায়, ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল মজিদের সাথে নির্বাচন কেন্দ্রিক দ্বন্দ্ব পূর্বের থেকেই ছিল সম্প্রতি একটি ১০৭ ধারা মামলাকে কেন্দ্র করে মেম্বার ও তার ছোট ভাই আব্দুল মজিদের নেতৃত্বে গত ১৩-১ ২০২৩ খ্রিস্টীয় তারিখে রাত ১১,৩০ (আনু) মিনিটের রাতের আঁধারে নিজ নির্বাচনী এলাকার ঘুমন্ত মানুষের ওপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।
এতে প্রায় ছয়টি বসতবাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান,মাছ চাষের খামার, গবাদি পশুর খামার,স্যালো মেশিন, পাওয়ার টিলার ঘরের দরজা জানালা ইত্যাদি হামলার শিকারে সম্মুখীন হন। এ বিষয়ে জানতে চাইলে জয়নুল আবেদীনের ছেলে শহিদুল ইসলাম দৈনিক আমাদের মাতৃভূমিকে জানায়, আমি রংপুর কোটে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত আছি। আমার বড় ভাই গ্রামের বাড়িতেই থাকেন।
তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে,এই ওয়ার্ডের মেম্বার আব্দুল মাজেদ ও তার ভাইয়ের নেতৃত্বে রাতের আঁধারে এলাকার নিরীহ ঘুমন্ত মানুষের উপর হামলা চালিয়েছে চালিয়েছে মনে হয়েছিল একটি সাম্প্রদায়িক দাঙ্গা একযোগে ৪০/৫০ জন লোক কুড়াল,বল্লম ছোড়া,লাঠি এবং বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ এমনটা আমি কখনোই দেখিনি,নিজ ওয়ার্ডের মেম্বার যিনি এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেবেন তিনি যদি এই অবস্থা করেন আমরা কোথায় যাব।
তিনি আরো বলেন, আমার মাছের খামারের পানি গুলো ছেড়ে দিয়ে ছোট্ট ছোট্ট রেনু বাচ্চা গুলোকে মেরে ফেলেছে, ৪০বস্তা ধান দুটি বিদেশি গবাদি পশু লুট করে নিয়ে। থানায় একাধিকবার ফোন করে পরবর্তীতে ট্রিপল নাইনে ফোন দিয়ে আমরা তাদের হাত থেকে রক্ষা পাই কিন্তু তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিলে ও এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা এর সুস্থ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত যেন ব্যবস্থা ব্যবস্থা গ্রহণের অনুরোধ করবো।
এ বিষয় জানতে চাইলে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান দৈনিক আমাদের মাতৃভূমিকে বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি এমপি সাহেব বিষয়টি অবগত আছেন।এলাকায় শান্তি-শৃঙ্খলা কিভাবে সুন্দর রাখা যায় সেই লক্ষ্যে দুপক্ষকেই নিয়ে বসবেন।