ঢাকা,রোববার,১৫ জানুয়ারি,২০২৩ঃ ঢাকার সাভারে নিজ বাসার কক্ষ থেকে একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি আশরাফ সেইজেলের উপর হামলা ও অপহরণের চেষ্টা করা হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে সাভার পৌরসভার ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আশরাফ সেইজেল নিজেই তার উপর হামলা ও অপহরণের বিষয়টি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন।
বিএমএসএফের স্থানীয় সূত্র জানায়, উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীবের নির্দেশে সাভার পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মহসিন বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা ও অপরনের ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে তাকে উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
বর্তমানে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, সাংবাদিক আশরাফ সেইজেল কে উদ্ধার করেছে পুলিশ। চিহ্নিত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের প্রতি আহবান জানান।