ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শীতার্ত মানুষের পাশে মনের ডাইরি

  • গোলাম আজম, রংপুর
  • আপডেট সময় ০৬:১৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • ৭২৩ বার পড়া হয়েছে

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কুমিল্লার চাঁদপুরের ব্যক্তি মিঠু শাহ ও রংপুরের জীকজাঁক গার্মেন্টসের স্বর্ত্তাধিকারী, আলো স্বপ্ন আলো, ফেসবুকে গঠন করেন, মনের ডাইরি নামক এই ফেসবুক গ্রুপটি।হাঁটি হাঁটি পা পা করে গ্রুপে এখন সদস্য সংখ্যা ৭৮ হাজার। এই গ্রুপ এখন শুধু ফেসবুকে সীমাবদ্ধ নেই।তারা একযোগে সারাদেশে কাজ করছে, দুস্ত,অসহায়,গরীব দুঃখী মানুষের জন্য।

এরই ধারাবাহিকতায় আজ ১৪/০১/২০২৩ইং রোজ শনিবার রংপুর জেলার পীরগাছা উপজেলার ৬নং তাম্বূলপুর ইউনিয়নের নেকমামুদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৬০০ গরীব ও অসহায় মানুষের মাঝে গরম কম্বল ও শাল চাদর বিতরন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব, বজলুল রশিদ মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক,জনাব মোঃ আব্দুল কুদ্দুস ভুঁইয়া। এসময় এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য প্রদান করেন,অত্র গ্রুপের এডমিন প্যানেলের, মিঠু শাহ লাভভী আক্তার,শাহনাজ পারভীন,আলো স্বপ্ন আলো,সুবাশিষ ঘোষ,মনি পারভীন সহ স্হানীয় আরোও অনেকে। বক্তব্যে বক্তারা বলেন, আমাদের এই গ্রুপ সৃষ্টির পর থেকে আমরা গরীব দুঃখী অসহায় মানুষের সাহায্যের জন্য কাজ করে যাচ্ছি।মানব সেবাই আমাদের পরম ধর্ম।যতদিন আমাদের এই গ্রুপ আছে ততোদিন আমরা এই মানব সেবার কার্যক্রম চালিয়ে যাবো।

এডমিন প্যানেলের মিঠু শাহ,দৈনিক আমাদের মাতৃভূমি কে জানিয়েছেন,আমরা আমাদের সাধ্যমতে,দেশের প্রত্যন্ত অঞ্চলে যেমন ঢাকা,চাঁদপুর,কুমিল্লা, লালমনিরহাট,রংপুরে শীতবস্ত্র বিতরণ করেছি,আগামীতেও সারাদেশে আমাদের এই কর্মসূচি চলবেই।দোয়া করবেন আমরা যেন এগিয়ে যেতে পারি।

এই গ্রুপের আরেক এডমিন,আলো স্বপ্ন আলো এই প্রতিবেদক কে জানায়,আমরা সব সময় গরীব দুঃখী অসহায় মানুষের পাশে ছিলাম,আছি এবং থাকবো।ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যহত থাকবে। অত্র ইউনিয়নের উপকারভূগী,করিমন নেছা বলেন,মুই কম্বল পানু। মুই খুব খুশি।দোয়া করনু ওমার গুলার জন্য।

আরেক জন উপকারভূগী,নওশাদ জানান,আমি শাল চাদর পাইছি,দোয়া করি এই গ্রুপের সকলেই সুস্থ থাকুক। সকলেই কম্বল ও চাদর পেয়ে খুশি হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে খাল পরিস্কার – পরিচ্ছন্নতার অভিযানের উদ্বোধন

শীতার্ত মানুষের পাশে মনের ডাইরি

আপডেট সময় ০৬:১৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কুমিল্লার চাঁদপুরের ব্যক্তি মিঠু শাহ ও রংপুরের জীকজাঁক গার্মেন্টসের স্বর্ত্তাধিকারী, আলো স্বপ্ন আলো, ফেসবুকে গঠন করেন, মনের ডাইরি নামক এই ফেসবুক গ্রুপটি।হাঁটি হাঁটি পা পা করে গ্রুপে এখন সদস্য সংখ্যা ৭৮ হাজার। এই গ্রুপ এখন শুধু ফেসবুকে সীমাবদ্ধ নেই।তারা একযোগে সারাদেশে কাজ করছে, দুস্ত,অসহায়,গরীব দুঃখী মানুষের জন্য।

এরই ধারাবাহিকতায় আজ ১৪/০১/২০২৩ইং রোজ শনিবার রংপুর জেলার পীরগাছা উপজেলার ৬নং তাম্বূলপুর ইউনিয়নের নেকমামুদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৬০০ গরীব ও অসহায় মানুষের মাঝে গরম কম্বল ও শাল চাদর বিতরন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব, বজলুল রশিদ মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক,জনাব মোঃ আব্দুল কুদ্দুস ভুঁইয়া। এসময় এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য প্রদান করেন,অত্র গ্রুপের এডমিন প্যানেলের, মিঠু শাহ লাভভী আক্তার,শাহনাজ পারভীন,আলো স্বপ্ন আলো,সুবাশিষ ঘোষ,মনি পারভীন সহ স্হানীয় আরোও অনেকে। বক্তব্যে বক্তারা বলেন, আমাদের এই গ্রুপ সৃষ্টির পর থেকে আমরা গরীব দুঃখী অসহায় মানুষের সাহায্যের জন্য কাজ করে যাচ্ছি।মানব সেবাই আমাদের পরম ধর্ম।যতদিন আমাদের এই গ্রুপ আছে ততোদিন আমরা এই মানব সেবার কার্যক্রম চালিয়ে যাবো।

এডমিন প্যানেলের মিঠু শাহ,দৈনিক আমাদের মাতৃভূমি কে জানিয়েছেন,আমরা আমাদের সাধ্যমতে,দেশের প্রত্যন্ত অঞ্চলে যেমন ঢাকা,চাঁদপুর,কুমিল্লা, লালমনিরহাট,রংপুরে শীতবস্ত্র বিতরণ করেছি,আগামীতেও সারাদেশে আমাদের এই কর্মসূচি চলবেই।দোয়া করবেন আমরা যেন এগিয়ে যেতে পারি।

এই গ্রুপের আরেক এডমিন,আলো স্বপ্ন আলো এই প্রতিবেদক কে জানায়,আমরা সব সময় গরীব দুঃখী অসহায় মানুষের পাশে ছিলাম,আছি এবং থাকবো।ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যহত থাকবে। অত্র ইউনিয়নের উপকারভূগী,করিমন নেছা বলেন,মুই কম্বল পানু। মুই খুব খুশি।দোয়া করনু ওমার গুলার জন্য।

আরেক জন উপকারভূগী,নওশাদ জানান,আমি শাল চাদর পাইছি,দোয়া করি এই গ্রুপের সকলেই সুস্থ থাকুক। সকলেই কম্বল ও চাদর পেয়ে খুশি হয়েছেন।