র্যাব-৫-সিপিসি -২’র নাটোর ক্যাম্পের একটি অপারেশন দলের অভিযানে নাটোর জেলার সিংড়া থানায় বিলদহর (মৎসজীবি) এলাকা ও গুরুদাসপুর থানায় বৃন্দাবনপুর শংকর গ্রামে মাদকবিরোধী অভিযানে ১ কেজি২৭০ গ্রাম (এক কেজি দুইশত সত্তর) গ্রাম গাঁজাসহ ০৪জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
১১জানুয়ারি (বুধবার ) ৫.৩০ মিনিটে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-৫সিপিসি-২’র কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নাটোর জেলার সিংড়া থানায় বিলদহর এলাকায় থানায় অভিযান চালিয়ে ৭৭০ (সাত শত সত্তর ) গ্রাম গাঁজা ও পৃথক অভিযানে গুরুদাসপুর থানায় বৃন্দাবনপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০০ (পাঁচ শত) গ্রাম গাঁজাসহ পৃথক অভিযানে মোট ০৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীঃ ১.মোঃ সোহেল রানা (৩০) , পিতা- মৃত আলতাফ মোল্লা সাং কালিনগর ২.মোঃ তাহিদ (২০)পিতা জামাল হোসেন সাং বিলদহর (মৎসজীবি পারা। তাদের কাছ থেকে ৭০০(সাতশত গ্রাম) গাঁজা, ২ টি মোবাইল, ২ টি সিমকার্ড ও মাদক বিক্রয় লব্ধ নগদ ৩৯০০ (তিন হাজার নয় শত) টাকা সহ তাদের গ্রেফতার করা হয়। অপর একটি মাদক বিরোধী অভিযানে গুরুদাসপুর থানার বৃন্দাবনপুর গ্রাম থেকে একই তারিখে ৭.৩০ মিনিটে ৫০০ (পাঁচ শত) গ্রাম গাঁজাসহ ১. ওয়াসিম শেখ (৩০) পিতা মোঃ শাজাহান শেখ, ২. সেলিম সরদার আশরাফ সরদার উভয়ের সাং বৃন্দাবনপুর (বৃন্দাবনপুর) সরকারি প্রাইমারি স্কুলের) পার্শ্বে, থানা গুরুদাসপুর জেলা নাটোর। র্যাব জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত গাঁজা বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সামনে স্বীকার করে।
গ্রেফতার কৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। পরে সিংড়া ও গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯ (ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। র্যাব-৫সিপিসি-২’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃঃস্পতিবার সকাল এসব তথ্য নিশ্চিত করেন।আরও বলেন এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-৫-সিপিসি-২ বদ্ধপরিকর। র্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।