বগুড়া জেলা কারাগারে কর্মরত আব্দুস সালাম (৪৪) নামে এক কারারক্ষী সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। আজ সেমবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালের ১নং গেটের সামনে তাঁকে প্রথমে মারপিট ও পরে ছুরিকাঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে কয়েকজন সন্ত্রাসী।
সন্ত্রাসীরা হঠাৎ কেন ওই কারারক্ষীকে ছুরিকাঘাত করলো তা উদ্ধার করতে মাঠে নেমেছে পুলিশ। আহত কারারক্ষী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলের দায়িত্বে ছিলেন। বর্তমানে সালাম শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়গুলো নিশ্চিত করেছেন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান। তিনি জানান, কারারক্ষী সালাম বগুড়া কারাগারে কর্মরত আছেন। শজিমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েদিদের জন্য থাকা প্রিজন সেলের দায়িত্ব আছেন তিনি। সোমবার সন্ধ্যার দিকে সালাম ফ্লেক্সিলোড দেওয়ার জন্য হাসপাতালের ১নম্বর গেটে এক মুদি দোকানে যান। এ সময় অজ্ঞাত তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে সেখানে এসে কারারক্ষীকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে একজন ধারালো অস্ত্র দিয়ে সালামের শরীরের পেছন ভাগে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এএসআই রকিবুল ইসলাম আরও জানান, বর্তমানে সালাম চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত। তবে এ ঘটনার কারণ ও জড়িতদের সনাক্ত করা যায়নি। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।