ঢাকা ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিস্তির টাকা দিতে না পারায় গরু ছিনিয়ে নিয়ে গেলেন এনজিও মাঠকর্মীরা রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ভোলায় শহীদ পরিবারদের কোটি টাকার সহায়তা দিল- জামায়াতে ইসলাম জাতিসংঘের ৭৯তম অধিবেশন যোগ দিতে নিউইয়র্কে দৈনিক তরুণ কণ্ঠ সম্পাদক রফিকুল ইসলাম শান্ত বাংলাদেশে অভ্যুত্থানের পর আমেরিকা প্রকাশ্যে এসে বড় ঘোষণা চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট বাজার এলাকায় উল্টো পথে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ বোরহানউদ্দিনে পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মৃধা’র বসতবাড়িতে হামলা বনানীর আবাসিক হোটেলে মিলল ৯৮৪ বোতল বিদেশি মদ গাজীপুর কাস্টমসের পিওন কাওসারের কোটি টাকার সম্পত্তি পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি

আইসিসির বর্ষসেরা মনোনয়নে বাবর-স্টোকসের সঙ্গে রাজা

আর মাত্র একদিন পর শেষ হতে যাচ্ছে চলতি বছর। খেলাধুলার অন্যান্য শাখার মতো এ বছরে ক্রিকেটের লড়াইটাও হয়েছে বেশ জমজমাট। বছরের অন্তিম ক্ষণে এসে বর্ষসেরা ক্রিকেটারের জন্য মনোনীত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আইসিসি। 

বর্ষসেরা ক্রিকেটারের স্যার গারফিল্ড সোবার্স ট্রফির মনোনীত হয়েছেন চারজন পুরুষ ক্রিকেটার ও চারজন নারী ক্রিকেটার। পুরুষ ক্রিকেটারের তালিকায় আছেন ইংল্যান্ড, পাকিস্তান ও নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক। বেন স্টোকস, বাবর আজম ও টিম সাইদির সঙ্গে তালিকায় জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। মেয়েদের তালিকায় ইংল্যান্ডের ন্যাট সিভার ও ভারতের স্মৃতি মান্ধানার সঙ্গে আছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও অস্ট্রেলিয়ার বেথ মুনি।

আন্তর্জাতিক ক্রিকেটে চলতি বছরে সবচেয়ে বড় চমক সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এ অলরাউন্ডার এ বছর সম্পূর্ণ নতুন রূপে নিজেকে তুলে ধরেছেন। ব্যাট ও বল হাতে দুর্দান্ত সব সাফল্য এনে দিয়ে দলকে বিশ্বমঞ্চে আবারও তুলে ধরেছেন। সব মিলিয়ে ২০২২ সালে ১৩৮০ রানের পাশাপাশি এ অলরাউন্ডার নেন ৩৩টি উইকেট। টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই সংস্করণেই করেন ৬০০-এর বেশি রান। এছাড়াও টি-টোয়েন্টিতে এই বছর ১৫০-এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন রাজা, বোলিংয়ে ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৬.১৩ করে রান।

বছরের শেষদিকে এসে টেস্ট অধিনায়কত্ব পেয়েছেন সৌদি। এর আগে তিন ফরম্যাত মিলিয়ে ৩১ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা ছিল সাউদির। বছরটা স্মরণীয় ছিল স্টোকসের জন্যও। গত বছরই টেস্ট ক্রিকেটে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে এ বছর নতুন কিছুর মন্ত্র শিখিয়েছেন এ অধিনায়ক। তার অধীনে ১০টি টেস্টের ৯টিতেই জিতেছে ইংল্যান্ড। আক্রমণাত্মক ক্রিকেটে বদলে দিয়েছে টেস্ট ক্রিকেটের পুরো ধরনটাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন স্টোকস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিস্তির টাকা দিতে না পারায় গরু ছিনিয়ে নিয়ে গেলেন এনজিও মাঠকর্মীরা

আইসিসির বর্ষসেরা মনোনয়নে বাবর-স্টোকসের সঙ্গে রাজা

আপডেট সময় ০১:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

আর মাত্র একদিন পর শেষ হতে যাচ্ছে চলতি বছর। খেলাধুলার অন্যান্য শাখার মতো এ বছরে ক্রিকেটের লড়াইটাও হয়েছে বেশ জমজমাট। বছরের অন্তিম ক্ষণে এসে বর্ষসেরা ক্রিকেটারের জন্য মনোনীত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আইসিসি। 

বর্ষসেরা ক্রিকেটারের স্যার গারফিল্ড সোবার্স ট্রফির মনোনীত হয়েছেন চারজন পুরুষ ক্রিকেটার ও চারজন নারী ক্রিকেটার। পুরুষ ক্রিকেটারের তালিকায় আছেন ইংল্যান্ড, পাকিস্তান ও নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক। বেন স্টোকস, বাবর আজম ও টিম সাইদির সঙ্গে তালিকায় জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। মেয়েদের তালিকায় ইংল্যান্ডের ন্যাট সিভার ও ভারতের স্মৃতি মান্ধানার সঙ্গে আছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও অস্ট্রেলিয়ার বেথ মুনি।

আন্তর্জাতিক ক্রিকেটে চলতি বছরে সবচেয়ে বড় চমক সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এ অলরাউন্ডার এ বছর সম্পূর্ণ নতুন রূপে নিজেকে তুলে ধরেছেন। ব্যাট ও বল হাতে দুর্দান্ত সব সাফল্য এনে দিয়ে দলকে বিশ্বমঞ্চে আবারও তুলে ধরেছেন। সব মিলিয়ে ২০২২ সালে ১৩৮০ রানের পাশাপাশি এ অলরাউন্ডার নেন ৩৩টি উইকেট। টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই সংস্করণেই করেন ৬০০-এর বেশি রান। এছাড়াও টি-টোয়েন্টিতে এই বছর ১৫০-এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন রাজা, বোলিংয়ে ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৬.১৩ করে রান।

বছরের শেষদিকে এসে টেস্ট অধিনায়কত্ব পেয়েছেন সৌদি। এর আগে তিন ফরম্যাত মিলিয়ে ৩১ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা ছিল সাউদির। বছরটা স্মরণীয় ছিল স্টোকসের জন্যও। গত বছরই টেস্ট ক্রিকেটে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে এ বছর নতুন কিছুর মন্ত্র শিখিয়েছেন এ অধিনায়ক। তার অধীনে ১০টি টেস্টের ৯টিতেই জিতেছে ইংল্যান্ড। আক্রমণাত্মক ক্রিকেটে বদলে দিয়েছে টেস্ট ক্রিকেটের পুরো ধরনটাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন স্টোকস।