ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মেসিই সর্বকালের সেরা, এ নিয়ে কারোই সন্দেহ করার সুযোগ নেই

লিওনেল মেসি সর্বকালের সেরা কি না, এমন আলোচনা শুরু হয়েছিল বছর দশেক আগেই। তবে শেষমেশ তা এসে ঠেকেছিল তার আন্তর্জাতিক শিরোপায়। গেল বছর কোপা আমেরিকা, চলতি বছর ফিনালিসিমা জেতার পরও সে আলোচনার কিছু অংশ যেন রয়েই গিয়েছিল। তবে গত রোববারের বিশ্বকাপজয় যেন সে সব আলোচনাতে ইতিই টেনে দিয়েছে। 

বৈশ্বিক গণমাধ্যম থেকে শুরু করে সাবেক ফুটবল কিংবদন্তিদের একটা বড় অংশ মেনে নিচ্ছেন বিষয়টা। পেপ গার্দিওলা যেমন বললেন, ‘সবারই বিভিন্ন বিষয়ে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু লিওনেল মেসি যে সর্বকালের সেরা, তা নিয়ে কেউই সন্দেহ পোষণ করতে পারে না।’

তবে গার্দিওলা জানালেন, মেসি যদি বিশ্বকাপ না-ও জিততেন, তাহলেও তার চোখে সর্বকালের সেরাই থাকতেন। তিনি বলেন, ‘মতামতগুলো সাধারণত আবেগিই হয়ে থাকে, কিন্তু পক্ষান্তরে, সে যদি বিশ্বকাপ না-ও জিতত, তাহলেও মতটা, আমার মতটা বদলে যেত না। তবে এটাও স্বাভাবিক যে মানুষ আপনাকে মূল্যায়নের জন্য আপনার জেতার অপেক্ষা করে।’

পুরো ক্যারিয়ারে তার শিষ্যদের অনেকেই বিশ্বকাপ জিতেছে। এবার সেই দলে যোগ দিয়েছেন ইউলিয়ান অ্যালভারেজ। তার সাবেক শিষ্য নিকলাস অটামেন্ডিও পেয়েছেন এই স্বাদ। সে কারণে গার্দিওলা বেশ আনন্দিত।

তবে বিশ্বকাপ ফুটবল শেষ হতেই এবার শুরু ক্লাব ফুটবলের ডামাডোল। অ্যালভারেজকে কবে পাওয়া যাবে, এমন এক প্রশ্নের জবাবে গার্দিওলা বলেন, ‘সে এক সপ্তাহ কিংবা দশ দিনের ছুটি থাকবে। অনেক ম্যাচ খেলেছে সে, অনেক দুশ্চিন্তা ছিল তার। তাই সে একটা ছুটি পাবে। সম্ভবত সে নতুন বছরের আগে (ফিরে আসবে)…’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে খাল পরিস্কার – পরিচ্ছন্নতার অভিযানের উদ্বোধন

মেসিই সর্বকালের সেরা, এ নিয়ে কারোই সন্দেহ করার সুযোগ নেই

আপডেট সময় ১১:২২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

লিওনেল মেসি সর্বকালের সেরা কি না, এমন আলোচনা শুরু হয়েছিল বছর দশেক আগেই। তবে শেষমেশ তা এসে ঠেকেছিল তার আন্তর্জাতিক শিরোপায়। গেল বছর কোপা আমেরিকা, চলতি বছর ফিনালিসিমা জেতার পরও সে আলোচনার কিছু অংশ যেন রয়েই গিয়েছিল। তবে গত রোববারের বিশ্বকাপজয় যেন সে সব আলোচনাতে ইতিই টেনে দিয়েছে। 

বৈশ্বিক গণমাধ্যম থেকে শুরু করে সাবেক ফুটবল কিংবদন্তিদের একটা বড় অংশ মেনে নিচ্ছেন বিষয়টা। পেপ গার্দিওলা যেমন বললেন, ‘সবারই বিভিন্ন বিষয়ে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু লিওনেল মেসি যে সর্বকালের সেরা, তা নিয়ে কেউই সন্দেহ পোষণ করতে পারে না।’

তবে গার্দিওলা জানালেন, মেসি যদি বিশ্বকাপ না-ও জিততেন, তাহলেও তার চোখে সর্বকালের সেরাই থাকতেন। তিনি বলেন, ‘মতামতগুলো সাধারণত আবেগিই হয়ে থাকে, কিন্তু পক্ষান্তরে, সে যদি বিশ্বকাপ না-ও জিতত, তাহলেও মতটা, আমার মতটা বদলে যেত না। তবে এটাও স্বাভাবিক যে মানুষ আপনাকে মূল্যায়নের জন্য আপনার জেতার অপেক্ষা করে।’

পুরো ক্যারিয়ারে তার শিষ্যদের অনেকেই বিশ্বকাপ জিতেছে। এবার সেই দলে যোগ দিয়েছেন ইউলিয়ান অ্যালভারেজ। তার সাবেক শিষ্য নিকলাস অটামেন্ডিও পেয়েছেন এই স্বাদ। সে কারণে গার্দিওলা বেশ আনন্দিত।

তবে বিশ্বকাপ ফুটবল শেষ হতেই এবার শুরু ক্লাব ফুটবলের ডামাডোল। অ্যালভারেজকে কবে পাওয়া যাবে, এমন এক প্রশ্নের জবাবে গার্দিওলা বলেন, ‘সে এক সপ্তাহ কিংবা দশ দিনের ছুটি থাকবে। অনেক ম্যাচ খেলেছে সে, অনেক দুশ্চিন্তা ছিল তার। তাই সে একটা ছুটি পাবে। সম্ভবত সে নতুন বছরের আগে (ফিরে আসবে)…’