যুগপৎ কর্মসূচি গড়ে তোলার লক্ষ্যে এ সপ্তাহেই বৈঠকে বসছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের সমন্বিত লিয়াজোঁ কমিটি। আগামী ২২-২৩ ডিসেম্বর যেকোনও দিন এ বৈঠক হওয়ার কথা রয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না।
মাহমুদুর রহমান মান্না জানান, এ সপ্তাহেই বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের সমন্বিত লিয়াজোঁ কমিটি বৈঠক করবে। ২২-২৩ ডিসেম্বর বৈঠক হবে।
তিনি বলেন, ‘এই রূপরেখার ভিত্তিতে যুগপৎ আন্দোলন হবে। তা না হলে আমরা হইচই করলাম, সরকার চলে গেলো। ভোট হলো, এসবই হবে।’
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য এই কমিটিতে থাকবেন। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সাত জনের নাম দেওয়া হয়েছে। তারাও লিয়াজোঁ কমিটিতে থাকবেন।
এছাড়া, বিএনপির বিলুপ্ত ২০ দলীয় জোটের শরিকদের সমন্বয় করবেন নজরুল ইসলাম খান।