ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের পাদদেশে জনসভা শুরু করেছে ১৪ দল। মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আলোচনা সভায় যোগ দেন। নেতাকর্মীদের উপস্থিতিতে এরই মধ্যে শিখা চিরন্তন প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে।
সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
মঞ্চে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
এছাড়া উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় জাসদ (একাংশের) সাধারণ সম্পাদক শিরিন আক্তার, জাতীয় পার্টি-জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, গণ আজাদী লীগের সভাপতি এড. এস কে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন, তরিকত ফেডারেশন চেয়ারম্যান নজিবুল হক মাজভান্ডারি, অসিত বরণ, সমাজতান্ত্রিক দলের সভাপতি রেজাউর রশিদ খানসহ আরও অনেকে।