ওয়ানডেতে বাংলাদেশ দল বিশ্ব দরকারে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে পরিচিতি লাভ করলেও টেস্ট ক্রিকেটে এখনো রীতিমতো হামাগুড়িই দিচ্ছে বাংলাদেশ। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পাঁচ মাস পর বাংলাদেশ আবারও ফিরছে টেস্ট আঙিনায়। সামনে এখন কড়া নাড়ছে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আজ বুধবার ১৪ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে এই ম্যাচ।
ইনজুরির কারণে এই সিরিজের আগেই দল থেকে ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল। ফলে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়েছেন জাকির হাসান। ঘরোয়াতে একের পর এক দারুণ পারফর্ম করা এই ক্রিকেটার জায়গা করে নিয়েছেন ভারতের বিপক্ষে চট্টগ্রামের টেস্ট স্কোয়াডে। আজ সিলেটের এই ক্রিকেটারের অভিষেকের সম্ভাবনাও বেশ।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হেড কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য ভূয়সী প্রশংসা করেছেন জাকিরের। সেখানে টাইগারদের এই প্রধান কোচ বলেন, ‘জাকিরকে নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত। দারুণ প্রাণচঞ্চল। ঘরোয়া ক্রিকেটে কি করেছে সে সম্পর্কে আমি অবগত। বাংলাদেশের হয়ে একটি টি-টোয়েন্টিও খেলেছে। ব্যাটিংয়ে তার রান খোঁজার প্রক্রিয়া আমার মনে ধরেছে। অনেকটাই তামিমের মতোই মনে হয় তাকে। সুন্দর এবং ইতিবাচক। আশা করছি আগামীকাল খুব ভালো এবং দ্রুত রান তুলতে পারবে সে।’
এছাড়া মনে রেখেছেন আফ্রিকায় সেঞ্চুরি করা ওপেনার মাহমুদুল হাসান জয়কেও। তরুণ এই ব্যাটারকে নিয়ে ডমিঙ্গো বলেন, ‘টেস্ট ক্রিকেটে এক-দেড় বছরে সে (জয়) ভালো নৈপুণ্য দেখিয়েছে। দুটি সেঞ্চুরি আছে তার। একটি শ্রীলঙ্কার বিপক্ষেও। টপ অর্ডারে তার মতো একজন তরুণের ব্যাটিং করা কঠিন। জয় ও জাকির সহজাত ওপেনার নন। তারা ৩ বা ৪ নম্বরে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তাদের মতো তরুণদের জন্য আমাদের ধৈর্য্য ধরতে হবে। ১, ২, ৩ নম্বরে ব্যাটিং করা সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটে খুব কঠিন কাজ। আশা করছি তারা আস্থার প্রতিদান দেবে যেন কোচ, নির্বাচকরা স্থির হতে পারে।’
এদিকে তিনে নাজমুল হোসেন শান্ত নাকি মুমিনুল হক, কে খেলবেন একাদশে? এ নিয়েও আলোচনা কম হয়নি। মুমিনুলের পারফর্ম তার পক্ষে না থাকায় শান্তই খেলবেন একাদশে। এছাড়া চার এবং পাঁচে যথারীতি খেলবেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। এছাড়া ছয়ে খেলবেন সাকিব আল হাসান। সাত নম্বরে কে খেলবেন? ইয়াসির রাব্বি নাকি নুরুল হাসান সোহান?
তবে ম্যাচের আগের রাসেল ডমিঙ্গোর কথায় স্পষ্ট যে নুরুল হাসান সোহানই খেলছেন এই পজিশনে। এছাড়া উইকেটরক্ষকের দায়িত্বও পালন করবেন এই ব্যাটার। এছাড়া আটে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নয়ে স্পিনার তাইজুল ইসলাম একাদশে থাকবেন এক প্রকার নিশ্চিত। দশে দেখা যাবে পেসার এবাদত হোসেনকে এবং এগারোতে থাকবেন আরেক পেসার খালেদ আহমেদ।
পরিসংখ্যান বলছে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ দল ১১ টেস্টে মুখোমুখি হয়েছে। বিপরীতে জয়ের মুখ তো দূরে থাক উল্টো দুটো ড্র বাদে হারের মুখ দেখেছে সবকটিতেই। তবে সাগরিকার বুকে সাকিব আল হাসানের দল নতুন গল্প লিখবে নাকি আবারো দর্শকদের করবে হতাশ, সেটা সময়ের হাতেই তোলা থাক।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ।