কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তার আগে অবশ্য ডাচদের জালে দুই গোল জড়িয়েছিল আর্জেন্টিনা, দুই গোলেই ছিল মেসির ছোঁয়া।
প্রথম গোলের গল্পটা শুনুন। ম্যাচের ৩৫তম মিনিটে মাঝমাঠে বল পেয়ে ছোট একটা ‘শোল্ডার ড্রপে’ তিন মার্কারকে ছিটকে দিলেন, এরপর সামনে থাকা তিন ডিফেন্ডারের জটলা ভাঙেন দারুণ এক থ্রু বলে। বক্সে এগোতে থাকা মলিনা দারুণ এক টাচে বলটা আয়ত্বে নিয়ে গোলটা করতে ভুল করেননি।
এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে দ্বিতীয় গোল এনে দেন মেসি নিজে। দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে মার্কোস আকুনইয়া প্রতিপক্ষ বিপদসীমায় ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে মেসি গোল করেন। ডাচ গোলরক্ষককে সুযোগই দেননি নড়ার।
সেখানেই শেষ নয়। সেই দুই গোলের লিড খুইয়ে আর্জেন্টিনাকে যখন যেতে হলো পেনাল্টি শ্যুটআউটে, সেখানেও দলের প্রথম গোলটা আসে মেসির পা থেকেই। ঠাণ্ডা মাথায় নেওয়া এক পেনাল্টি থেকে আর্জেন্টিনা যায় এগিয়ে। শেষমেশ ৪-৩ গোলে হারায় নেদারল্যান্ডসকে। আর্জেন্টিনা এই জয়ে চলে গেছে বিশ্বকাপের সেমিফাইনালে। আর মেসি বনে গেছেন আর্জেন্টিনার ম্যাচসেরা।