ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি বাকেরগঞ্জের বিরঙ্গল দারুসুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসাটির বিভিন্ন অনিয়ম রয়েছে গোপালগঞ্জের সোহাগ একসঙ্গে দুই সরকারি চাকরি করেন বেরোবিতে স্বৈরাচারী দোসর ও শিক্ষার্থীদের উপর হামলার ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ শুক্রবারও চলবে মেট্রোরেল চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের অভিযানে দু’কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক-১ অতিরিক্ত বৃষ্টিপাত হলেই ভাসতে থাকে প্রথম শ্রেণীর জাজিরা পৌরসভা। চট্টগ্রামে সাবেক সাংসদ বাদলের কবরে ভাঙচুর-অগ্নিসংযোগ

ত্বকের অনিরাময়যোগ্য রোগ সোরিয়াসিস

সোরিয়াসিস হলো ইমিউন সিস্টেমের সঙ্গে সম্পর্কিত রোগ। এই রোগে হয় প্রদাহ আর এর সঙ্গে ইমিউন সিস্টেমের কর্মক্ষমতার বিশৃঙ্খলা দেখা দেয়। সোরিয়াসিস পাঁচ রকমের হয়ে থাকে। এই রোগ ছোঁয়াচে নয়।ত্বকের এই অসুখ সম্বন্ধে ধারণা দিতে গোড়ার কথা বলি।

ত্বকের স্তর দুটি—

১. ওপরের স্তর হলো এপিডার্মিস বা বহিঃত্বক

২. ভেতরের ত্বক হলো ডার্মিস বা অন্তঃত্বক

বহিঃত্বকের ঠিক ওপরের অংশ হলো কেরাটিন, যা এক ধরনের প্রোটিন। নির্দিষ্ট সময় অন্তর কেরাটিন খসে যায় আর এর নিচের সজীব কোষ উঠে আসে। সময় হলে এরাও খসে পড়ে। চক্রাকারে এমন চলতেই থাকে। ত্বকবিজ্ঞানে একে বলে এপিডার্মিস টার্নওভার। এই নিরন্তর চলতে থাকা প্রক্রিয়ায় বিশৃঙ্খলা হলে সোরিয়াসিস দেখা দেয়। এমন অদলবদল বা টার্নওভার সমাপ্ত হতে সময় লাগে ২৮ দিন। মানে এ সময়ের মধ্যেই বহিঃত্বকের আয়ু শেষ হয়।

কিন্তু এই সময়ের বদলে যদি পরিবর্তনটা দ্রুত ঘটে, অর্থাৎ তিন থেকে চার দিন লাগে, তবে ইমিউন সিস্টেম অতি সক্রিয় হওয়ায় ত্বকের কোষের বৃদ্ধি খুব দ্রুত হয়।

কারণ : এর কারণ খুব স্পষ্ট নয়। কিছু জিনিস একে ট্রিগার করতে বা উসকে দিতে পারে। ট্রিগারের কারণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।

লক্ষণ : শরীরের নানা অংশ থেকে ছাল উঠতে শুরু করে। শুধু ছাল ওঠার মধ্যেই এই সমস্যা সীমাবদ্ধ থাকে না। এর সঙ্গে থাকে ভয়ংকর চুলকানি, র‌্যাশ, ব্যথা, চুলকাতে চুলকাতে সংক্রমণ হয়ে ঘা হতে পারে।

শরীরের অন্যান্য জায়গার তুলনায় কনুই, হাঁটু আর করোটি ত্বকে বেশি পরিমাণে ছাল ওঠে। প্রদাহ হয়, আর তাই মাছের আঁশের মতো ত্বকের ছাল ওঠে। মাথায় বাড়াবাড়ি রকমের খুশকি হতে পারে। নখে এর প্রভাব পড়াতে গর্ত হয়ে যেতে পারে। ১৫ থেকে ২৫ বছর বয়সের মধ্যে এই রোগের লক্ষণ দেখা দিতে পারে। আবার যেকোনো বয়সে যে কেউ এতে আক্রান্ত হতে পারে।

চিকিৎসা : এই রোগ কখনো নিরাময় হয় না। তবে চিকিৎসার নানা বিকল্প আছে। তাই উপসর্গ দেখলে দ্রুত ত্বক বিশেষজ্ঞকে দেখাতে হবে। রোগের লক্ষণ অনুযায়ী বিশেষ ধরনের স্টেরয়েড ওষুধ দিয়ে রোগ আটকে দেওয়া যায়।

স্কিন বায়োপসি করে রোগ সম্বন্ধে নিশ্চিত হওয়া যায়। শুরুতে চিকিৎসা করা খুব জরুরি। রোগ চুপসে থাকলেও আবার ঘুরে-ফিরে আসে। এই রোগ স্ট্রেস উসকে দেয়। তাই স্ট্রেস কমানো চিকিৎসার অন্যতম অংশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি

ত্বকের অনিরাময়যোগ্য রোগ সোরিয়াসিস

আপডেট সময় ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

সোরিয়াসিস হলো ইমিউন সিস্টেমের সঙ্গে সম্পর্কিত রোগ। এই রোগে হয় প্রদাহ আর এর সঙ্গে ইমিউন সিস্টেমের কর্মক্ষমতার বিশৃঙ্খলা দেখা দেয়। সোরিয়াসিস পাঁচ রকমের হয়ে থাকে। এই রোগ ছোঁয়াচে নয়।ত্বকের এই অসুখ সম্বন্ধে ধারণা দিতে গোড়ার কথা বলি।

ত্বকের স্তর দুটি—

১. ওপরের স্তর হলো এপিডার্মিস বা বহিঃত্বক

২. ভেতরের ত্বক হলো ডার্মিস বা অন্তঃত্বক

বহিঃত্বকের ঠিক ওপরের অংশ হলো কেরাটিন, যা এক ধরনের প্রোটিন। নির্দিষ্ট সময় অন্তর কেরাটিন খসে যায় আর এর নিচের সজীব কোষ উঠে আসে। সময় হলে এরাও খসে পড়ে। চক্রাকারে এমন চলতেই থাকে। ত্বকবিজ্ঞানে একে বলে এপিডার্মিস টার্নওভার। এই নিরন্তর চলতে থাকা প্রক্রিয়ায় বিশৃঙ্খলা হলে সোরিয়াসিস দেখা দেয়। এমন অদলবদল বা টার্নওভার সমাপ্ত হতে সময় লাগে ২৮ দিন। মানে এ সময়ের মধ্যেই বহিঃত্বকের আয়ু শেষ হয়।

কিন্তু এই সময়ের বদলে যদি পরিবর্তনটা দ্রুত ঘটে, অর্থাৎ তিন থেকে চার দিন লাগে, তবে ইমিউন সিস্টেম অতি সক্রিয় হওয়ায় ত্বকের কোষের বৃদ্ধি খুব দ্রুত হয়।

কারণ : এর কারণ খুব স্পষ্ট নয়। কিছু জিনিস একে ট্রিগার করতে বা উসকে দিতে পারে। ট্রিগারের কারণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।

লক্ষণ : শরীরের নানা অংশ থেকে ছাল উঠতে শুরু করে। শুধু ছাল ওঠার মধ্যেই এই সমস্যা সীমাবদ্ধ থাকে না। এর সঙ্গে থাকে ভয়ংকর চুলকানি, র‌্যাশ, ব্যথা, চুলকাতে চুলকাতে সংক্রমণ হয়ে ঘা হতে পারে।

শরীরের অন্যান্য জায়গার তুলনায় কনুই, হাঁটু আর করোটি ত্বকে বেশি পরিমাণে ছাল ওঠে। প্রদাহ হয়, আর তাই মাছের আঁশের মতো ত্বকের ছাল ওঠে। মাথায় বাড়াবাড়ি রকমের খুশকি হতে পারে। নখে এর প্রভাব পড়াতে গর্ত হয়ে যেতে পারে। ১৫ থেকে ২৫ বছর বয়সের মধ্যে এই রোগের লক্ষণ দেখা দিতে পারে। আবার যেকোনো বয়সে যে কেউ এতে আক্রান্ত হতে পারে।

চিকিৎসা : এই রোগ কখনো নিরাময় হয় না। তবে চিকিৎসার নানা বিকল্প আছে। তাই উপসর্গ দেখলে দ্রুত ত্বক বিশেষজ্ঞকে দেখাতে হবে। রোগের লক্ষণ অনুযায়ী বিশেষ ধরনের স্টেরয়েড ওষুধ দিয়ে রোগ আটকে দেওয়া যায়।

স্কিন বায়োপসি করে রোগ সম্বন্ধে নিশ্চিত হওয়া যায়। শুরুতে চিকিৎসা করা খুব জরুরি। রোগ চুপসে থাকলেও আবার ঘুরে-ফিরে আসে। এই রোগ স্ট্রেস উসকে দেয়। তাই স্ট্রেস কমানো চিকিৎসার অন্যতম অংশ।