ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কয়রায় গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখা সোমবার (৭ এপ্রিল ) সকাল ১০.৩০ মিনিটের দিকে আবু বকর মাসজিদ সংলগ্ন জামায়াত মোড় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি উপজেলা সদরের মেইন রোড হয়ে উপজেলা পরিষদের মাঠ ঘুরে কপোতাক্ষ কলেজ মাঠে এসে শেষ হয়। এতে জামায়াতের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।
মিছিলে তুমি কে, আমি কে,ফিলিস্তিন ফিলিস্তিন? ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘বিশ্বের মুসলিম এক হও’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘শিশুদের ওপর হামলা কেন,জবাব চাই, জবাব চাই? ফিলিস্তিন পন্য, বর্জন করো, করতে হবে ?’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে জামায়াতের কয়রা উপজেলা শাখার আমির মাওলানা মিজানুর রহমান বলেন, ‘ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া।
বেনিয়ামিন নেতানিয়াহু একজন রক্তচোষা ও গণহত্যাকারী। চুক্তি ভঙ্গকারী এ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে।
বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করতে হবে। ’
আধিপত্য বিস্তারকারীদের পৃষ্ঠপোষকতা না দিতে তিনি মুসলিম শাসকদের প্রতি আহ্বান জানান।
মিজানুর রহমান বলেন, ‘ইসরায়েলের সকল পণ্য বর্জন করে তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে হবে। বাংলাদেশে কোনো ইসরায়েলি দোসর যেন প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। ’
তিনি ইসরায়েলের বিপক্ষে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
জামায়াতে উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দীন বলেন, ‘বিগত দিনে ইসরায়েলের বিপক্ষে মিছিল করতে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাতে জামায়াতের বহু নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। সেই শক্তিও বাংলাদেশ থেকে বিতাড়িত। ’
বিশ্বজুড়ে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তাই ফিলিস্তিনের বিজয় নিশ্চিত। মক্কায় যেমন চুক্তি ভঙ্গ করায় কাফেরদের পতন ঘটেছে, তেমনি এবারও ইসরায়েলের পতন অবশ্যম্ভাবী।
কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম,মাওলানা আবু তাহের, হাফেজ জাহাঙ্গীর হোসেন,শাহাবুদ্দিন মোল্যা,মাওলানা মতিউর রহমান, মাষ্টার নূর কামাল, হাফেজ আব্দুল হামিদ,সরদার জুলফিকার আলম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা উপদেষ্টা মোশাররফ রাতুল, ছাত্রশিবির সভাপতি মুহা: সামিউল প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কয়রায় গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০১:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখা সোমবার (৭ এপ্রিল ) সকাল ১০.৩০ মিনিটের দিকে আবু বকর মাসজিদ সংলগ্ন জামায়াত মোড় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি উপজেলা সদরের মেইন রোড হয়ে উপজেলা পরিষদের মাঠ ঘুরে কপোতাক্ষ কলেজ মাঠে এসে শেষ হয়। এতে জামায়াতের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।
মিছিলে তুমি কে, আমি কে,ফিলিস্তিন ফিলিস্তিন? ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘বিশ্বের মুসলিম এক হও’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘শিশুদের ওপর হামলা কেন,জবাব চাই, জবাব চাই? ফিলিস্তিন পন্য, বর্জন করো, করতে হবে ?’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে জামায়াতের কয়রা উপজেলা শাখার আমির মাওলানা মিজানুর রহমান বলেন, ‘ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া।
বেনিয়ামিন নেতানিয়াহু একজন রক্তচোষা ও গণহত্যাকারী। চুক্তি ভঙ্গকারী এ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে।
বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করতে হবে। ’
আধিপত্য বিস্তারকারীদের পৃষ্ঠপোষকতা না দিতে তিনি মুসলিম শাসকদের প্রতি আহ্বান জানান।
মিজানুর রহমান বলেন, ‘ইসরায়েলের সকল পণ্য বর্জন করে তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে হবে। বাংলাদেশে কোনো ইসরায়েলি দোসর যেন প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। ’
তিনি ইসরায়েলের বিপক্ষে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
জামায়াতে উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দীন বলেন, ‘বিগত দিনে ইসরায়েলের বিপক্ষে মিছিল করতে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাতে জামায়াতের বহু নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। সেই শক্তিও বাংলাদেশ থেকে বিতাড়িত। ’
বিশ্বজুড়ে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তাই ফিলিস্তিনের বিজয় নিশ্চিত। মক্কায় যেমন চুক্তি ভঙ্গ করায় কাফেরদের পতন ঘটেছে, তেমনি এবারও ইসরায়েলের পতন অবশ্যম্ভাবী।
কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম,মাওলানা আবু তাহের, হাফেজ জাহাঙ্গীর হোসেন,শাহাবুদ্দিন মোল্যা,মাওলানা মতিউর রহমান, মাষ্টার নূর কামাল, হাফেজ আব্দুল হামিদ,সরদার জুলফিকার আলম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা উপদেষ্টা মোশাররফ রাতুল, ছাত্রশিবির সভাপতি মুহা: সামিউল প্রমুখ।