পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বগা বন্দরে বুধবার রাত ৮টার দিকে যুবলীগ কর্মী শামীম গ্রেপ্তার কে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি প্রতিবাদ মিছিল বের হয়। এ মিছিলে নেতৃত্ব দেন বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম ও যুগ্ন আহবায়ক রিয়াজ মাহমুদ। জানা গেছে ১এপ্রিল বগা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন গাজী (২৬) কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য বাবু (২৩) মারধোর করলে ২ এপ্রিল সকালে ছাত্রদলের একটি মিছিল বের করে। সেখানে ছাত্রলীগ সদস্য বাবুর বড় ভাই যুবলীগ সদস্য শামীম (২৭) বাধা দিলে ছাত্রদলের সমর্থকরা তাকে ধরে বগা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন। এরপর তাকে জেল হাজতে প্রেরণ করলে, রাতে আওয়ামী লীগের লোকজন একত্রিত হয়ে বগা বন্দরে একটি মিছিল বের করে ওই মিছিলের নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আব্বায়ক ও যুগ্ম আহ্বায়ক। এ ব্যাপারে উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিমের কাছে জানতে চাইলে তিনি বলেন ভুল করে একজন আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে ফেলেছিল।এ ব্যাপারে জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনের কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনার সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা বিএনপি’র আব্বায়ক আব্দুল জব্বার মিয়া বলেন, যুবদলের আহ্বায়ক ও যুগ্ন আহ্বায়ক এর পোস্ট হোল্ড করে এ ধরনের মিছিলের নেতৃত্ব তারা দিতে পারে না, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে মিছিলের ভিডিওটি ফেসবুকেভাইরাল হয়ে যায়। #
সংবাদ শিরোনাম ::
যুবলীগ কর্মী শামীম গ্রেপ্তার কে কেন্দ্র করে আওয়ামীলীগের প্রতিবাদ মিছিল
-
মোঃ মামুন হোসাইন, স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৪:০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- ৫৩৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ