মেক্সিকোকে হারানোর পর গোটা আর্জেন্টাইন শিবিরেই ফিরেছে বিজয়ের হাসি। গতকাল শনিবার ম্যাচ শেষে তাই আকাশী-নীলদের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে একটু বেশিই খুশি থাকতে দেখা গেল। হবেনই না বা কেন! প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে দুই গোল হজমের সময় তো গোলবারের নিচে দাঁড়িয়ে মার্তিনেজকেই থাকতে হয়েছিল।
নিজেদের প্রথম ম্যাচে সৌদির কাছে হারের পর আর্জেন্টিনার শেষ ষোলোতে ওঠা নিয়ে তৈরী হয়েছিল শঙ্কা। অবশ্য গতকাল মেক্সিকোর বিপক্ষে জয়ের পর সেই শঙ্কা অনেকটাই কেটে গিয়েছে। তাই গোলরক্ষক মার্তিনেজের কণ্ঠেও এখন শুধুই আত্মবিশ্বাসের টুইটম্বুর। এ কারণে ম্যাচ শেষে জানিয়েই দিলেন আর্জেন্টিনার গোলকিপার ‘বিশ্বকাপ ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না!’
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্তিনেজ বলেছেন, ‘তারা (সৌদি আরব) আমাদের কঠিন একটি ম্যাচ উপহার দিয়েছে। কিন্তু ১০ নম্বর (লিওনেল মেসি) সঙ্গে থাকলে সবকিছুই সহজ হয়ে যায়। এই দুটি দিন খুব কঠিন ছিল। একে তো অপরাজেয় রেকর্ডে ছেদ পড়েছে, তার ওপর বিশ্বকাপটা শুরু হয়েছে পেছনের পায়ে।’
মার্তিনেজ যোগ করেন, ‘আমি আজ (গতকাল) দ্বিতীয় গোলের পর প্রায় কেঁদেই ফেলেছিলাম। আমি সব সময়ই চাপ নিয়ে খেলি। আমি বিশ্বের সেরা লিগে খেলি। একটি কোপা আমেরিকা খেলেছি। ওয়েম্বলিতে ফিনালিসিমা খেলেছি, সবকিছুই খুব আবেগের। কিন্তু আজকের আবেগটা অন্য সবকিছুকে ছাপিয়ে গেছে।’
মেক্সিকো ম্যাচের সময় মার্তিনেজের মনে পড়ে হারলেই বাদ। বললেন, ‘মনে হচ্ছিল, আজ যদি আমরা হেরে যাই, তাহলে বাড়ি চলে যেতে হবে। এর জন্যই ভয়ংকর চাপে ছিলাম। তবে এটা প্রমাণিত হয়েছে যে আমরা লড়াই করতে পারি। (বিশ্বকাপ ছেড়ে) আমরা কোথাও যাচ্ছি না।’