রংপুর, ১৭ মার্চ ২০২৫: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। গত ২৬ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ২৬৭তম সিন্ডিকেট সভায় তাকে এই ডিগ্রি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের গবেষক ছিলেন। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল “আল-কুরআনে সময় ও সংখ্যা প্রসঙ্গ”, যেখানে তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দীকী।
গবেষণা পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল হামিদ, আর বহির্বিশ্বের বিশেষজ্ঞ সদস্য ছিলেন আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুবুর রহমান।
এর আগে, ২০১৪ সালে তিনি একই তত্ত্বাবধায়কের অধীনে “আল-কুরআনে উদ্ভিদ: একটি পর্যালোচনা” বিষয়ের ওপর এমফিল ডিগ্রি অর্জন করেন।
একজন হাফেজ থেকে পিএইচডি গবেষক
ড. রকিব উদ্দিন আহাম্মেদ ২০০৩-০৪ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।
১৯৯৪ সালে তিনি টাঙ্গাইল দারুল উলুম আলিয়া মাদরাসার হিফজ বিভাগ থেকে হিফজুল কুরআন সম্পন্ন করেন এবং ২০০২ সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর, ঢাকা থেকে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন।
টাঙ্গাইল জেলার সদর উপজেলার কচুয়াডাঙ্গা (স্বদেশ রোড) গ্রামের বাসিন্দা ড. রকিব উদ্দিন আহাম্মেদ সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) বীর মুক্তিযোদ্ধা মো. ছানা উল্লাহ ও রাশেদা বেগমের ছেলে।