নাটোরের বড়াইগ্রাম থানাধীন ৪নং নগন ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আবু মেম্বার ও রহমানের নেতৃত্বে বিএনপির অফিসে হামলা ও ভাংচুর করা হয়েছে। গতকাল দুপুরে ধানাইদহ বাজার এলাকায় এই ঘটনার সুত্রপাত। এঘটনায় গতকাল রাতেই মোঃ মিজানুর রহমান বাদি হয়ে বড়াইগ্রাম থানায় ১০ জনের নাম উল্লেখ করে অঞাত ২০-২৫ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগকারী মোঃ মিজানুর রহমান আমাদের প্রতিনিধিকে বলেন, ৪নং নগর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ চলছিল। সেখানে হঠাৎ স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ আবু-মেম্বার(৫৫) ও মৃত করিমের ছেলে মোঃ মিজানুর রহমান একই নামে একাধিক টিসিবির পণ্য নেওয়ার চেষ্টা করলে আমি তাকে নিষেধ করি। এতে ক্ষিপ্ত হন তারা।পরবর্তীতে টিসিবির পণ্য বিতরণ শেষ হঠাৎ ধানাইদহ বাজার ২০-২৫ জনের একটি সশস্ত্র দল আমাদের উপর হামলা করে ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। বাজারে থাকা বিক্ষুব্ধ জনতা তাদের ধাওয়া করলে কোন ভাবে আমাদের লোক জন প্রাণে বেঁচে যায়। হামলার সময় তাদের হাতে ছিল দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল, হাসুয়া,রড়,হকিষ্টিক,রামদা,বাঁশের লাঠি,জি-আই পাইপ, রড়,হাতুড়ি,লোহার চেন দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা ও ভাংচুর করে। হামলায় গুরুতর আহত অবস্থায় ৪নং নগর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ তোরাব মন্ডল ও সদস্য মোঃ খোকন কে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয় এবং শাহীন পান্নাসহ সকল কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।পরবর্তীতে বড়াইগ্রাম থানা থেকে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে এলাকা নিয়ন্ত্রণ করে। যারা হামলা করে ধানাইদহ গ্রামের মৃত জামালের ছেলে মোঃ আবু-মেম্বার (৫৫)মৃত করিমের ছেলে মোঃ মিজানুর রহমান (৪০)মৃত সাজদারের ছেলে মোঃ নিরব হোসেন, মৃত আজব আলীর ছেলে মোঃ সাদ্দাম হোসেন, কালু মোল্লার ছেলে মোঃ আকাশ মোল্লা প্রমুখ।
বড়াইগ্রামে আওয়ামী লীগ নেতা আবু মেম্বার ও রহমানের নেতৃত্বে বিএনপির অফিসে হামলা ও ভাংচুর
-
মোঃ এস এম আয়নুল হক নাটোর জেলা প্রতিনিধি
- আপডেট সময় ১২:৩৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- ৫১৩ বার পড়া হয়েছে