ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাণঘাতী ইউনানি-আয়ুর্বেদিক ঔষধে বাজার সয়লাব তালুকদার স’মিল ও ডি এন এন প্যাকেজিংয়ের বিরুদ্ধে অবৈধভাবে কয়লা তৈরির অভিযোগ কুমিল্লা দেবীদ্বারে বৈষম্য বিরোধী আন্দোলনে সাব্বির হত্যা মামলায় হিরন মিয়া গ্রেফতার লাকসাম দৌলতগঞ্জ এতিমখানা ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল নোয়াখালীতে বিধবাকে ধর্ষণের ‘হুমকি’ দিয়ে ঘর ডাকাতি যবিপ্রবির ইতিহাসে ১ম বারের মতো আয়োজিত হলো গণ ইফতার ববি’তে জুলাই আন্দোলনের শহিদ ও আহতদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় বিজিবির অভিযানে ভারতীয় আতশবাজি আটক কুমিল্লায় মাদক দ্রব্যসহ আটক ১ পীরগঞ্জে আগুনে পুড়ে সর্বশান্ত পরিবার

আল্লাহর তাকওয়া অর্জনে সচেষ্ট থাকতে হবে: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি)-এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আজ (১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে ‘মাহে রমজানের শিক্ষা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, “ইসলাম ধর্মে কোনো প্রকার খারাপ কাজকে সমর্থন করে না। শুধুমাত্র রমজান মাসেই নয়, সারা বছরই আমাদের আল্লাহর তাকওয়া অর্জনের জন্য সচেষ্ট থাকতে হবে।”

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান।

মূল বক্তব্যে অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান পবিত্র রমজান মাসের গুরুত্ব তুলে ধরে বলেন, “রমজান মাসে কোরআনের যাত্রা শুরু হওয়ায় এ মাসের তাৎপর্য অপরিসীম। কোরআন পাঠ ও এর জ্ঞানার্জন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে সকল প্রকার জ্ঞান ও হেদায়েত নিহিত রয়েছে। আল্লাহ তা‘আলা কোরআনের মাধ্যমে আমাদের হেদায়েত দান করেছেন। এই হেদায়েত অনুসরণ করলে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারি। ইবাদতের পাশাপাশি সকল প্রকার অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকার চেষ্টা অব্যাহত রাখতে হবে।”

আইআরডিসি-এর সভাপতি ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ।

প্যানেল আলোচনায় অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বলেন, “রমজান মাসে আমরা সিয়াম পালন করি। রোজা শুধু উপবাস থাকা নয়, বরং সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকাই সিয়ামের মূল উদ্দেশ্য। সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। রোজার মাধ্যমেই সিয়াম ও সাওম একত্রে পালন করা যায়, যার সাওম নাই তার সিয়ামের প্রয়োজন নাই। সিয়াম হচ্ছে তাকওয়া অর্জনের মূল উদ্দেশ্য। কোরআনের মূল উদ্দেশ্য হলো মানুষের হেদায়েত অর্জন। বিভিন্ন ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে রমজান মাসকে আমরা আরো কার্যকরী করে তুলতে পারি।”

অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ মুত্তাকিদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। এছাড়াও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান সেমিনারে বক্তব্য রাখেন। সেমিনারটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন। এই সেমিনারের মাধ্যমে পবিত্র রমজান মাসের গুরুত্ব, তাকওয়া অর্জন এবং বিভিন্ন ইবাদতের বিষয়ে গভীরভাবে আলোচনা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রাণঘাতী ইউনানি-আয়ুর্বেদিক ঔষধে বাজার সয়লাব

আল্লাহর তাকওয়া অর্জনে সচেষ্ট থাকতে হবে: জবি উপাচার্য

আপডেট সময় ০৮:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি)-এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আজ (১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে ‘মাহে রমজানের শিক্ষা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, “ইসলাম ধর্মে কোনো প্রকার খারাপ কাজকে সমর্থন করে না। শুধুমাত্র রমজান মাসেই নয়, সারা বছরই আমাদের আল্লাহর তাকওয়া অর্জনের জন্য সচেষ্ট থাকতে হবে।”

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান।

মূল বক্তব্যে অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান পবিত্র রমজান মাসের গুরুত্ব তুলে ধরে বলেন, “রমজান মাসে কোরআনের যাত্রা শুরু হওয়ায় এ মাসের তাৎপর্য অপরিসীম। কোরআন পাঠ ও এর জ্ঞানার্জন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে সকল প্রকার জ্ঞান ও হেদায়েত নিহিত রয়েছে। আল্লাহ তা‘আলা কোরআনের মাধ্যমে আমাদের হেদায়েত দান করেছেন। এই হেদায়েত অনুসরণ করলে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারি। ইবাদতের পাশাপাশি সকল প্রকার অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকার চেষ্টা অব্যাহত রাখতে হবে।”

আইআরডিসি-এর সভাপতি ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ।

প্যানেল আলোচনায় অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বলেন, “রমজান মাসে আমরা সিয়াম পালন করি। রোজা শুধু উপবাস থাকা নয়, বরং সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকাই সিয়ামের মূল উদ্দেশ্য। সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। রোজার মাধ্যমেই সিয়াম ও সাওম একত্রে পালন করা যায়, যার সাওম নাই তার সিয়ামের প্রয়োজন নাই। সিয়াম হচ্ছে তাকওয়া অর্জনের মূল উদ্দেশ্য। কোরআনের মূল উদ্দেশ্য হলো মানুষের হেদায়েত অর্জন। বিভিন্ন ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে রমজান মাসকে আমরা আরো কার্যকরী করে তুলতে পারি।”

অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ মুত্তাকিদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। এছাড়াও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান সেমিনারে বক্তব্য রাখেন। সেমিনারটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন। এই সেমিনারের মাধ্যমে পবিত্র রমজান মাসের গুরুত্ব, তাকওয়া অর্জন এবং বিভিন্ন ইবাদতের বিষয়ে গভীরভাবে আলোচনা করা হয়।