১৩ মার্চ, বৃহষ্পতিবার বিকেল ৫ টায় ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়নের আয়োজনে কোম্পানীগঞ্জের স্হানীয় একটি রেস্টুরেন্টে এ সম্মেলন ও ইফতার ও অনুষ্ঠান করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি নবীপুর পশ্চিম ইউনিয়নের প্রস্তাবিত সাধারণত সম্পাদক আবুল খায়ের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি মুরাদনগর উপজেলা শাখার উপদেষ্টা মামুনুর রশিদ সরকার।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জাতীয় নাগরিক পার্টি মুরাদনগর উপজেলার সভাপতি মিনহাজুল হক ( মিনহাজ)
উক্ত সম্মেলনে নবীপুর পশ্চিম ইউনিয়ন আহবায়ক কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মামুনুর রশিদ সরকার।
এসময় তিনি সভাপতি হিসেবে আবু তাহের, সাধারণত সম্পাদক আবুল খায়ের
ও সাংগঠনিক সম্পাদক হিসেবে জহিরুল ইসলামের নাম ঘোষণা করেন।
কমিটির অন্যন্য সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুরাদনগর উপজেলা সহ সভাপতি ইকবাল হোসেন, ভিপি শাহ নেওয়াজ, মোশাররফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।