যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ধর্ষণের শিকার আছিয়ার মৃত্যুতে তার গায়েবানা জানায ও বিক্ষোভ মিছিল করেছে। মাগরিব নামাজ শেষে ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় এ সময় কেন্দ্রীয় মসজিদের তারাবির ইমাম ইসলামী বিধান অনুযায়ী ধর্ষণ শাস্তি কি এবং কিভাবে ধর্ষকের তৎপরতা কমানো যায় সে বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে খাইবানা জানাযা অনুষ্ঠিত হয় এ সময় তিনশতাধিক
শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ”ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড অবিলম্বে আছিয়ার ধর্ষকের শাস্তি কার্যকর করতে হবে এবং শিক্ষার্থীরা শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন শিক্ষকরা সমাজের একটি দায়িত্বশীল অংশ তাই তারা একটি স্মারকলিপির মাধ্যমে দেশের আইন বিভাগকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুত সময়ের মধ্যে যাতে কার্যকর হয় সে বিষয়ে চাপ প্রয়োগ করবেন।”
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানাই-ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, তুমি কি আমি কে, আসিয়া আসিয়া, একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর, ধর্ষকের শাস্তি ফাঁসি, ফাঁসি।