পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসীর বসতঘর তুলতে বাঁধা ও পরিবারের লোকজনের উপরে হামলা সহ জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধানীসাফা ইউনিয়নের উদয়তারা বুড়িরচর গ্রামে। এ ঘটনায় সৌদি প্রবাসী সজিব মাতুব্বরের মা রোকেয়া বেগম মঠবাড়িয়া ডিবি কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী সজিব মাতুব্বরের বাবা হারুন মাতুব্বর মৃত্যুর পরে তার মা রোকেয়া বেগম বাড়িতে একা বসবাস করেন। সেই সুযোগে প্রতিপক্ষ মৃত রাশেদ মাতুব্বরের স্ত্রী ছালেহা বেগম, ছেলে মাসুম মাতুব্বর, মেয়ে জেসমিন বেগম ও মাসুম মাতুব্বরের স্ত্রী তামান্না বেগম বিভিন্ন সময়ে রোকেয়া বেগমের উপরে হামলা চালায় এবং জমিজমা জোর পূর্বক দখল করার পায়তারা চালায়। বিষয়টি নিয়ে এলাকার মানুষ প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন মামলা দিয়ে ফাঁসানোর ভয় দেখায় প্রতিপক্ষরা। তারই সূত্র ধরে সম্প্রতি সৌদি প্রবাসী সজিব মাতুব্বর পাকা ভবন তোলার জন্য বাড়িতে মালামাল ঢুকান। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা বাড়ির পথ বেরা দিয়ে আটকিয়ে দেয়। বিষয়টি নিয়ে ভুক্তভোগী রোকেয়া বেগম বাঁধা দিতে গেলে তার উপরে হামলা চালায়। এবিষয়ে ভুক্তভোগী উপায়ন্ত না পেয়ে মঠবাড়িয়া ডিবি কার্যালয়ে চার জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ইতিমধ্যে মঠবাড়িয়া ডিবি কার্যালয়ের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি সম্পর্কে প্রতিপক্ষের কাছে জানতে চাইলে তারা ঘটনাটি অস্বীকার করেন।
মঠবাড়িয়ায় প্রবাসীর বসতঘর তুলতে বাঁধা
-
মঠবাড়িয়া প্রতিনিধি
- আপডেট সময় ০৭:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- ৫১৫ বার পড়া হয়েছে