বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ (ডিআইইউতে) সেন্টার ফর একসিলেন্স এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর উদ্যোগে ‘স্মার্ট ইংলিশ ফর গ্লোবাল কমিউনিকেশন’ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে ।
রোববার (১৬ ই ফেব্রুয়ারী) ‘ছাত্র শিক্ষক কেন্দ্রে’ সকাল থেকে শুরু হওয়া এই ওয়ার্কশপ বিকালে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট ও কুইজের পুরস্কারের মাধ্যমে সম্পন্ন হয়।
ওয়ার্কশপটির রিসোর্সেস ব্যাক্তি হিসেবে ছিলেন – আলী রেজওয়ান তালুকদার, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, কুমিল্লা বিশ্বিবদ্যালয়।
ওয়ার্কশটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাটিজের চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. গনেশ চন্দ্র শাহা, রেজিষ্ট্রার প্রফেসর মো: রফিকুল ইসলাম এবং ওয়ার্কশটির সহযোগিতায় ছিল ডিআইইউ ইংলিশ