লালমনিরহাট এর পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী আলফেস শহরিন জুই নিখোঁজের ১৩ দিন অতিবাহিত হলেও কোন সন্ধান মেলেনি। জুই নিখোঁজ পর থেকেই পাগল প্রায় পরিবারের সদস্যরা। জন্মসনদ অনুযায়ী জুই এর বয়স ১৩ বছরের একটু বেশি।
জানা যায় গত ২ ফেব্রুয়ারী সন্ধায় প্রাইভেট থেকে ফেরার পথে নিখোঁজ হয় জুই। বিভিন্ন জায়গায় খোঁজ খুজির পর না পেয়ে ৬ ফেব্রুয়ারী জুইকে আপহরনের মামলা করে জুইয়ের বাবা জুয়েল রানা।
জুয়েল রানা জানান, একই এলাকার আবেদ আলীর পুত্র সাজিদ ইসলাম ব্রাজিল (২৫) দীর্ঘ দিন তার মেয়েকে স্কুল যাওয়া আসার পথে উত্যক্ত করতো। এ নিয়ে পারিবারিক ভাবে কয়েকবার শাসন করা হয় ব্রাজিলকে। পারিবারিক ভাবে শাসন করায় আরও ক্ষিপ্ত হয়ে ওঠে সাজিদ ইসলাম ওরফে ব্রাজিল। সুযোগের অপেক্ষায় থাকে জুই এর ক্ষতি করার। গত দুই তারিখ সন্ধায় প্রাইভেট থেকে ফেরার সময় একা পেয়ে জুইকে অপহরণ করে নিয়ে যায় বলে জানান জুই এর বাবা। মামলা করতে দেরি করলেন কেন এমন প্রশ্নে জুই এর বাবা বলেন মেয়ের বদনাম হবে এই ভেবে কাউকে বলিনি। পরে বাধ্য হয়ে প্রশাসনের আশ্রয় নিয়েছি। কিন্তু মামলা দায়েরে ৭ দিন হলেও কোন তথ্যেই দিতে পারে নি পুলিশ। জুই এর মা হামিদা বেগম জানান মেয়েকে এখনও নিওমিত গোসল ও খাওয়া করে দিতে হয়, আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে কিনা জানিনা, আমি আমার মেয়েকে ফেরত চাই। জুই এর সহপাঠীরা জানান জুই অত্যান্ত মেধাবী ও ভাল মেয়ে। সে কোন প্রেম বা সম্পর্ক করে বলে আমরা জানিনা। আমরা কিছু বুঝি না আমাদের বান্ধবী জুইকে আমরা ফেরত চাই।
এ বিষয়ে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আইয়ুব আলী জানান, আলফেস সাহরিন জুই অত্যন্ত মেধাবী একজন ছাত্রী এবং অত্যান্ত ভালো একজন মেয়ে স্কুলে কখনো তার নিয়ে কোন অভিযোগ পাইনি। আমরা দ্রুত জুইকে উদ্ধারের জন্য জোড় দাবি জানাচ্ছি। নইলে আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন সহ কঠোর আন্দোলন করবো। তিনি আরো জানান সাজিদ ইসলাম ব্রাজিল একজন বখাটে ছেলে , সে একজন ইফটিজার ছিল। এর আগে স্কুলের ছাত্রীদের ইভটিজিং এর দায়ে কয়েকবার স্কুলের মাঠে বিচার হয়েছে।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার জানান, অভিযোগ পাওয়ার পরপরই আমলে নিয়ে ব্যবস্থা নিয়েছি, নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।ইতিমধ্যে দুইজন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।জুই এর তথ্য বের করার জন্য আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।