ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় একটি বিরোধপূর্ণ জায়গা দখলকে কেন্দ্র করে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত সোমবার (২১ নভেম্বর) রাত পৌনে ৮টায় ভালুকা উপজেলার পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ভালুকা উপজেলার পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের সামনে দীর্ঘ দিনের একটি বিরোধপূর্ণ সত্য দখলিয় সাব-কাওলা জায়গায় একটি দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে হামলা করে দোকানপাট ভাঙচুর ও লুটপাট ও দোকানে থাকা বাদীর ছোট ভাই জাহাঙ্গীর (৩০) কে মারপিট করে আহত করেছে। এ সময় বাদীর ছোট ভাই জাহাঙ্গীরকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে আরো এক’জন চাচাত ভাই আবু সাঈদ (২৭) আহত হয়েছে বলে জানাযায়।
এ বিষয়ে অভিযোগকারী মোঃ জসিম উদ্দিন জানান, প্রায় ১৫/১৬ বছর ধরে পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের সামনে আমাদের ক্রয়কৃত ৩ শতকের ২ শতক জমির উপর দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছি এবং ১শতকে নতুন ঘড় নির্মাণ করিতে গেলে বিরোধের সৃষ্টি হয়। তিনি আরও জানান, একই এলাকার মৃত আঃ খালেকের ছেলে আবুল কালাম, আসাদুজ্জামান, ও আবুল হাসেম ওই জমি দখল নিতে দীর্ঘদিন ধরে আমাদেরকে হুমকি ধামকি দিয়ে আসছিল।
গত সোমবার রাতে এর জের ধরে একই গ্রামের হারুন অর রশিদ, সোহাগ, শিউলি আক্তার, সোনিয়া আক্তার, কোহিনুর, মোছলেহা, কিবরিয়া ও তাদের লোকজন দিয়ে আমাদের দোকানে হামলা চালিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট এবং আমাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আমার ছোট ভাইকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। এ সময় আমার ভাই জাহাঙ্গীর ও আবু সাঈদের ডাক চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলেও তাদের উপরে তারা ক্ষীপ্র হয়ে মুদির দোকান হতে ১ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
উল্লেখ্য যে, অভিযোগে দায়েরকৃত বিবাদীরা ইতি পূর্বেও পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের জমি বিক্রয় করে ৯ টি দোকান ঘড় নির্মাণ করে জবর দখল করে আছে ঐ বিষয়ে তাদের উপর ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় হতে ভালুকা ইউএনও বরাবর ২০২০ সালে উচ্ছেদের আদেশ বলবৎ রয়েছে। এই বিষয়ে বিবাদী, আবুল কালাম জানান, জমি নিয়ে উভয় পক্ষে আদালতে মামলা চলমান, তবে মারামারির বিষয়টি নিয়ে থানায় যেহেতু অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে যা হয় আমরা মেনে নিব। এই বিষয়ে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক আবুল কালাম বলেন, বিরোধপূর্ণ জায়গা দখলকে কেন্দ্র করে মারামারির ঘটনার একটি অভিয়োগ পেয়েছি তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।