‘আমরা সচেতন যুব মহল, করে দিব সমাজ বদল’- এই প্রতিপাদ্য সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজলার ৭নং লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংঘের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২রা ফ্রেব্রুয়ারি) সারাদিন ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বেলা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ৭ নং লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি ২০২২ সালে মাত্র ১৮ জন সাহসী যুবক নিয়ে এই নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংঘের পথযাত্রা শুরু হয়। তা খুবই অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে।
৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সংগঠনটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করে। যার মধ্যে রয়েছে, হাঁড়িভাঙ্গা খেলা, মহিলাদের বালিশ পাচার খেলা, ছোটদের মোরগ যুদ্ধ খেলা, ছোটদের বিস্কুট দৌড় প্রতিযোগিতা, বড়দের ৫০০ মিটার দৌড় প্রতিযোগিতা, মিছিল কলার গাছে উঠা সহ গ্রামীণ ঐতিহ্যের হারিয়ে যাওয়া সকল খেলা।
এই সংগঠনের বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে- শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, অসহায়দের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ, দরিদ্রদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান, গরিব-দুঃখী মানুষের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান, অর্থের অভাবে লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া ছাত্রছাত্রীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তি করানো, বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা, সমাজের আইনশৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করা, রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা। এছাড়া সমাজের সব অনিয়ম দূর করতে সংগঠনটি নিরলস ভূমিকা পালন করে আসছে। প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, আমি এই সংগঠনের সাথে আছি। অসহায় দরিদ্রদের জন্য তারা যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার । আমি তাদের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। উপকারভোগী গোলেনুর বেগম বলেন, মোর এই দুনিয়াত কেউ নাই। এরা মোক প্রতি মাসে চাউল, ডাল, আটা, চিনি, তেল আরো মেলা কিছু দেয়। এলাকাবাসীর দাবি, নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংঘ যেন এভাবেই সারা জীবন গরিব-দুঃখী ও অসহায় মানুষের সাহায্যে সব সময় এগিয়ে আসে। নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ সুলতান মারজান (হৃদয়) বলেন, এটি একটি আদর্শ সংগঠন। আমরা এই সংগঠনের মাধ্যমে চেষ্টা করি গরিব-দুঃখী, অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে। আমরা চাই সমাজে যাতে কোনো মানুষ অনাহারে কষ্ট না করে। আমাদের প্রধান লক্ষ্য সমাজের নিম্ন স্তরের মানুষকে সহযোগিতা করা এবং একটি সুস্থ সমাজ উপহার দেওয়া।