ভারত বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে ঢাকা কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
ভারত বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনক’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে জুরীবোর্ডকৃত মনোনিত দেশ বরেণ্য কবি, শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবি, লেখক, নারীনেত্রীসহ বিভিন্ন ক্যাটাগরির গুণিজনদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য উপদেষ্টা সম্পাদক ও দি ডেইলি অবজারভার’র সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মানবধিকার সোসাইটির চেয়ারম্যান আচার্য মু. নজরুল ইসলাম তামিজীসহ ভারত বাংলাদেশের বিভিন্ন গুণীজন উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে তরুণ প্রতিশ্রুতিশীল সাংবাদিক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান সাংবাদিক মো. জাহিদুল ইসলাম। তিনি দীর্ঘদিন যাবৎ দেশের সুনামধন্য বেসরকারী চ্যানেল এশিয়ান টিভিতে কর্মরত আছেন। এছাড়াও অভিজ্ঞ ও গুণী সাংবাদিকদের দ্বারা পরিচালিত সংগঠন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য হিসেবেও সমাজ বিনির্মানে কাজ করে আসছেন।
এদিকে বিশেষ এ সম্মাননা পেয়ে ভারত বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাহিদুল ইসলাম।