শনিবার (১৬ নভেম্বর) দিবাগত জেলেদের কাছে জিজ্ঞাসা করতে জানা যায় রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি আছে কাজ করেছে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৪০-৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারি পরিচালক জসীম উদ্দিন বলেন সন্ধ্যা সাড়ে দশটার দিকে ইপিজেডের পেছনে বেড়িবাধ এলাকায় বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে শতাধিক ঘর পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে চুলা থেকে আগুনের সুত্রপাত হয়েছে।