ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণখানে পাষণ্ড স্বামী ও তার বন্ধুরা মিলে স্ত্রীকে ধর্ষণ! বিচারের আশায় ধর্ষিতা নারী কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনার নেপথ্যে অভ্যন্তরীণ কোন্দল হাসিনার শাসনামল ছিল ইতিহাসের কলঙ্ক: যুবদল সভাপতি মোনায়েম মুন্না বোরহানউদ্দিন বিএনপির কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্হা নেয়া হবে: মাফরুজা সুলতানা পাঁচবিবির ইউএনও জেলা প্রশাসককে গাছের চারা উপহার মঠবাড়িয়ায় মুদি মনোহরী দোকান থেকে নগদ টাকা সহ মালামাল চুরির অভিযোগ রাজবাড়ী সদরের আলীপুরে একই সময় দুই স্বামীর সঙ্গে সংসার জান্নাতুলের, এলাকায় চাঞ্চল্য শেখ হাসিনার পতন ও বিতর্কিত ঠিকাদার শাহ আলমের সখ্যতার নতুন খেলা” গুলশানে বেদখল হাজার কোটি টাকার সম্পত্তি, জানা গেল বাড়িগুলোর নাম-ঠিকানা প্রয়োজন ছাড়া প্রকল্প তৈরি নাম করে হাতিয়ে নিচ্ছে লক্ষ কোটি টাকা রেলওয়ে পূর্বাঞ্চল কর্মকর্তারা।

ডিসেম্বরে পায়রা বন্দর দিয়ে পণ্য পরিবহন শুরু

প্রত্যাশার পায়রা বন্দর সচল হচ্ছে। বাবনাবাদ নদীর তীরে লালুয়ায় বন্দরের টার্মিনালের কাজ এগিয়ে চলছে। প্রথম টার্মিনালের কাজ ৯৭ শতাংশ শেষ হয়েছে। এখানে জাহাজ থেকে আমদানি করা পণ্য সরাসরি খালাস করে সড়কপথে পরিবহনের জন্য আন্ধারমানিক নদীর ওপর সেতু করা হচ্ছে। তবে আপাতত আন্ধারমানিক নদীতে ফেরি দিয়ে বন্দরের পণ্য সড়কপথে পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরেই সড়কপথে পণ্য পরিবহন শুরু হবে। এতে বন্দরের বাণিজ্যিক কার্যক্রমে গতি আরও আসবে বলে আশা করা হচ্ছে। দেশের তৃতীয় বন্দর পায়রা সমুদ্র বন্দরের কাজে গতি বাড়ছে। কিছু কাজ এখনো বাকি থাকলেও বন্দরটি রাজস্ব আয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছে।
পায়রা বন্দর সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ নভেম্বর শুরু হওয়া বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০১৬ সালের ১৩ আগস্ট। জাহাজ থেকে জাহাজে পণ্য নেওয়ার পদ্ধতিতে চালু হওয়া পায়রা বন্দরে ২০১৬-১৭ অর্থবছরে ১০ জাহাজ আসে। ২০২৩-২৪ অর্থবছরে আসা জাহাজের সংখ্যা ছিল এক হাজার ৪০টি। চলতি বছরের ২৮ অক্টোবর পর্যন্ত ৪৮৪ বিদেশী জাহাজসহ তিন হাজার ১৬০ জাহাজ বন্দরে সফলভাবে পণ্য ওঠানামা করেছে। রাজস্ব আয় হয়েছে প্রায় এক হাজার ৫৭৬ কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, এ বন্দরের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা পণ্যের মধ্যে আছে চুনাপাথর, স্পুন পাইল, সিমেন্ট ক্লিঙ্কার, স্টোন চিপস, প্ল্যান্ট মেশিনারি, মোটা পাথর, ড্রেজিং সরঞ্জাম, চূর্ণ পাথর, পিএইচপি পাইপ পাইল, ওপিসি ক্লিঙ্কার ও এলপিজি। বাবনাবাদ নদীর তীরে লালুয়ায় বন্দরের টার্মিনালের কাজ এগিয়ে চলছে। প্রথম টার্মিনালের কাজ ৯৭ শতাংশ শেষ হয়েছে। এখানে জাহাজ থেকে আমদানি করা পণ্য সরাসরি খালাস করে সড়কপথে পরিবহনের জন্য আন্ধারমানিক নদীর ওপর সেতু করা হচ্ছে।
গত মার্চে শুরু হওয়া ৯৫০ কোটি টাকার সেতুর কাজ চুক্তি মোতাবেক চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্টিটিউশন করপোরেশন (সিসিইসিসি) ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে শেষ করবে।
আন্ধারমানিক নদীতে ফেরি দিয়ে আপাতত বন্দরের পণ্য সড়কপথে পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরেই সড়কপথে পণ্য পরিবহন শুরু হবে। এতে বন্দরের বাণিজ্যিক কার্যক্রমে গতি আরও আসবে বলেও আশাবাদী তারা। পায়রা বন্দর ব্যবহারকারী রেডিয়েন্ট শিপিং এজেন্ট-এর প্রধান নির্বাহী কাজী বেলাল উদ্দিন জানান, ব্যাংকিং ও কাস্টমসসহ বন্দরের সব সুবিধা একই জায়গায় পাওয়া গেলে বন্দর ব্যবহারকারীরা আরও বেশি উপকৃত হবেন। তিনি বলেন, এখন বন্দর থেকে ৫০ কিলোমিটার দূরে পটুয়াখালী শহরে কাস্টমস অফিসে কাজ সারতে হয়। এটা বিরক্তিকর। আমরা চাই বন্দরের সব সেবা যাতে একই জায়গায় পাওয়া যায়।
বন্দরের জেটি, ইয়ার্ড ও রাস্তার কাজ এখনো শেষ হয়নি। পণ্য খালাসের জন্য ক্রেনও আনা হয়নি, উল্লেখ করে এই প্রতিষ্ঠানের অপর কর্মকর্তা আবু সাইদ বলেন, এগুলো দ্রুত শেষ হলে বন্দর ব্যবহারে মানুষ আরও বেশি আগ্রহী হবেন।
তিনি আরও বলেন, নাব্য সংকট পায়রা বন্দরের বড় সমস্যা। ছয় বা সাত ফুট ড্রাফট জাহাজ এখানে আসতে পারে। বহির্নোঙর থেকে লাইটার জাহাজে পণ্য খালাস করলে খরচ বেড়ে যায়। নাব্য সংকট কাটাতে পারলে আমদানিকারকরা এই বন্দর ব্যবহারে লাভবান হবেন।
দেশের অন্যতম শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ এই বন্দর দিয়ে ভিয়েতনাম থেকে ওপিসি ক্লিঙ্কার ও লাইমস্টোন আমদানি করে। পায়রা বন্দরের আউটার অ্যাংকোরেজে পৌঁছানোর পর লাইটার জাহাজে করে পণ্য সোনারগাঁওয়ের মেঘনাঘাটে আনা হয়।
মেঘনা গ্রুপের ইউনাইটেড শিপিং লাইন্সের ম্যানেজার জামাল হোসেন জামিল বলেন, এই বন্দর দিয়ে ক্লিঙ্কার ও লাইমস্টোন আমদানি করি। বন্দরের সুবিধা বাড়ানো হলে অন্যান্য আমদানিকারকরাও এই বন্দর ব্যবহারে উৎসাহিত হবেন।
২০১৬ সালের ২ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পায়রা শুল্ক বন্দরকে কাস্টমস হাউস ও ওয়্যার হাউজিং ঘোষণা করে। এর আগের দিন বন্দরে প্রথম জাহাজ আসে।
আমদানি-রপ্তানি পরিচালনার জন্য ইতোমধ্যে ১৯ সিঅ্যান্ডএফ ও ১১ শিপিং এজেন্ট লাইসেন্স দেওয়া হলেও এখনো কাস্টমস হাউস তৈরি না হওয়ায় প্রায় ৫০ কিলোমিটার দূরে পটুয়াখালী শহরের ভাড়া বাড়িতে চলছে কাস্টমসের কাজ। ফলে সিঅ্যান্ডএফ এজেন্ট ও শিপিং এজেন্টসহ বন্দর ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়ছেন।পায়রা বন্দরের কাছে ইটবাড়িয়ায় কাস্টমস হাউস ও অফিস-আবাসিক ভবনের জন্য ২০১৬ সালের ১০ আগস্ট প্রায় ৪০ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেয় এনবিআর। জমি অধিগ্রহণের জন্য পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে আবেদনের সময় আপত্তি আসায় বিষয়টি আটকে যায়।
পরে গত ফেব্রুয়ারি মাসে পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে বানাতিপাড়ায় ৩৫ একর জমি বরাদ্দ চেয়ে আবেদন করলে ৩০ একর জমির অনুমোদন পাওয়া যায়। সেখানে কাস্টমস হাউস চালু হলে রাজস্ব আরও বাড়বে বলে আশা করছেন কাস্টমস কর্মকর্তা জাহিদুল ইসলাম। পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, প্রথম টার্মিনাল প্রকল্পের কাজ প্রায় শেষ। চলতি নভেম্বরে টার্মিনালের জেটি ও ইয়ার্ডের কাজ শেষ হবে। আগামী ডিসেম্বর থেকে সড়কপথে বন্দরের পণ্য পরিবহন শুরু করা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণখানে পাষণ্ড স্বামী ও তার বন্ধুরা মিলে স্ত্রীকে ধর্ষণ! বিচারের আশায় ধর্ষিতা নারী

ডিসেম্বরে পায়রা বন্দর দিয়ে পণ্য পরিবহন শুরু

আপডেট সময় ০৭:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

প্রত্যাশার পায়রা বন্দর সচল হচ্ছে। বাবনাবাদ নদীর তীরে লালুয়ায় বন্দরের টার্মিনালের কাজ এগিয়ে চলছে। প্রথম টার্মিনালের কাজ ৯৭ শতাংশ শেষ হয়েছে। এখানে জাহাজ থেকে আমদানি করা পণ্য সরাসরি খালাস করে সড়কপথে পরিবহনের জন্য আন্ধারমানিক নদীর ওপর সেতু করা হচ্ছে। তবে আপাতত আন্ধারমানিক নদীতে ফেরি দিয়ে বন্দরের পণ্য সড়কপথে পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরেই সড়কপথে পণ্য পরিবহন শুরু হবে। এতে বন্দরের বাণিজ্যিক কার্যক্রমে গতি আরও আসবে বলে আশা করা হচ্ছে। দেশের তৃতীয় বন্দর পায়রা সমুদ্র বন্দরের কাজে গতি বাড়ছে। কিছু কাজ এখনো বাকি থাকলেও বন্দরটি রাজস্ব আয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছে।
পায়রা বন্দর সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ নভেম্বর শুরু হওয়া বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০১৬ সালের ১৩ আগস্ট। জাহাজ থেকে জাহাজে পণ্য নেওয়ার পদ্ধতিতে চালু হওয়া পায়রা বন্দরে ২০১৬-১৭ অর্থবছরে ১০ জাহাজ আসে। ২০২৩-২৪ অর্থবছরে আসা জাহাজের সংখ্যা ছিল এক হাজার ৪০টি। চলতি বছরের ২৮ অক্টোবর পর্যন্ত ৪৮৪ বিদেশী জাহাজসহ তিন হাজার ১৬০ জাহাজ বন্দরে সফলভাবে পণ্য ওঠানামা করেছে। রাজস্ব আয় হয়েছে প্রায় এক হাজার ৫৭৬ কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, এ বন্দরের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা পণ্যের মধ্যে আছে চুনাপাথর, স্পুন পাইল, সিমেন্ট ক্লিঙ্কার, স্টোন চিপস, প্ল্যান্ট মেশিনারি, মোটা পাথর, ড্রেজিং সরঞ্জাম, চূর্ণ পাথর, পিএইচপি পাইপ পাইল, ওপিসি ক্লিঙ্কার ও এলপিজি। বাবনাবাদ নদীর তীরে লালুয়ায় বন্দরের টার্মিনালের কাজ এগিয়ে চলছে। প্রথম টার্মিনালের কাজ ৯৭ শতাংশ শেষ হয়েছে। এখানে জাহাজ থেকে আমদানি করা পণ্য সরাসরি খালাস করে সড়কপথে পরিবহনের জন্য আন্ধারমানিক নদীর ওপর সেতু করা হচ্ছে।
গত মার্চে শুরু হওয়া ৯৫০ কোটি টাকার সেতুর কাজ চুক্তি মোতাবেক চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্টিটিউশন করপোরেশন (সিসিইসিসি) ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে শেষ করবে।
আন্ধারমানিক নদীতে ফেরি দিয়ে আপাতত বন্দরের পণ্য সড়কপথে পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরেই সড়কপথে পণ্য পরিবহন শুরু হবে। এতে বন্দরের বাণিজ্যিক কার্যক্রমে গতি আরও আসবে বলেও আশাবাদী তারা। পায়রা বন্দর ব্যবহারকারী রেডিয়েন্ট শিপিং এজেন্ট-এর প্রধান নির্বাহী কাজী বেলাল উদ্দিন জানান, ব্যাংকিং ও কাস্টমসসহ বন্দরের সব সুবিধা একই জায়গায় পাওয়া গেলে বন্দর ব্যবহারকারীরা আরও বেশি উপকৃত হবেন। তিনি বলেন, এখন বন্দর থেকে ৫০ কিলোমিটার দূরে পটুয়াখালী শহরে কাস্টমস অফিসে কাজ সারতে হয়। এটা বিরক্তিকর। আমরা চাই বন্দরের সব সেবা যাতে একই জায়গায় পাওয়া যায়।
বন্দরের জেটি, ইয়ার্ড ও রাস্তার কাজ এখনো শেষ হয়নি। পণ্য খালাসের জন্য ক্রেনও আনা হয়নি, উল্লেখ করে এই প্রতিষ্ঠানের অপর কর্মকর্তা আবু সাইদ বলেন, এগুলো দ্রুত শেষ হলে বন্দর ব্যবহারে মানুষ আরও বেশি আগ্রহী হবেন।
তিনি আরও বলেন, নাব্য সংকট পায়রা বন্দরের বড় সমস্যা। ছয় বা সাত ফুট ড্রাফট জাহাজ এখানে আসতে পারে। বহির্নোঙর থেকে লাইটার জাহাজে পণ্য খালাস করলে খরচ বেড়ে যায়। নাব্য সংকট কাটাতে পারলে আমদানিকারকরা এই বন্দর ব্যবহারে লাভবান হবেন।
দেশের অন্যতম শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ এই বন্দর দিয়ে ভিয়েতনাম থেকে ওপিসি ক্লিঙ্কার ও লাইমস্টোন আমদানি করে। পায়রা বন্দরের আউটার অ্যাংকোরেজে পৌঁছানোর পর লাইটার জাহাজে করে পণ্য সোনারগাঁওয়ের মেঘনাঘাটে আনা হয়।
মেঘনা গ্রুপের ইউনাইটেড শিপিং লাইন্সের ম্যানেজার জামাল হোসেন জামিল বলেন, এই বন্দর দিয়ে ক্লিঙ্কার ও লাইমস্টোন আমদানি করি। বন্দরের সুবিধা বাড়ানো হলে অন্যান্য আমদানিকারকরাও এই বন্দর ব্যবহারে উৎসাহিত হবেন।
২০১৬ সালের ২ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পায়রা শুল্ক বন্দরকে কাস্টমস হাউস ও ওয়্যার হাউজিং ঘোষণা করে। এর আগের দিন বন্দরে প্রথম জাহাজ আসে।
আমদানি-রপ্তানি পরিচালনার জন্য ইতোমধ্যে ১৯ সিঅ্যান্ডএফ ও ১১ শিপিং এজেন্ট লাইসেন্স দেওয়া হলেও এখনো কাস্টমস হাউস তৈরি না হওয়ায় প্রায় ৫০ কিলোমিটার দূরে পটুয়াখালী শহরের ভাড়া বাড়িতে চলছে কাস্টমসের কাজ। ফলে সিঅ্যান্ডএফ এজেন্ট ও শিপিং এজেন্টসহ বন্দর ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়ছেন।পায়রা বন্দরের কাছে ইটবাড়িয়ায় কাস্টমস হাউস ও অফিস-আবাসিক ভবনের জন্য ২০১৬ সালের ১০ আগস্ট প্রায় ৪০ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেয় এনবিআর। জমি অধিগ্রহণের জন্য পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে আবেদনের সময় আপত্তি আসায় বিষয়টি আটকে যায়।
পরে গত ফেব্রুয়ারি মাসে পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে বানাতিপাড়ায় ৩৫ একর জমি বরাদ্দ চেয়ে আবেদন করলে ৩০ একর জমির অনুমোদন পাওয়া যায়। সেখানে কাস্টমস হাউস চালু হলে রাজস্ব আরও বাড়বে বলে আশা করছেন কাস্টমস কর্মকর্তা জাহিদুল ইসলাম। পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, প্রথম টার্মিনাল প্রকল্পের কাজ প্রায় শেষ। চলতি নভেম্বরে টার্মিনালের জেটি ও ইয়ার্ডের কাজ শেষ হবে। আগামী ডিসেম্বর থেকে সড়কপথে বন্দরের পণ্য পরিবহন শুরু করা যাবে।