চট্টগ্রামে মধ্যরাতে এক নারীর ব্যাগ তল্লাশি করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়া খেয়েছেন দুই শিক্ষার্থী। তারা হলেন মো. সাব্বির ও মো. রায়হান। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাত সাড়ে ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিনেমা প্যালেস এলাকায় যৌনকর্মী সন্দেহে কিছু নারীকে তাড়া করেন ওই দুই ছাত্র। এ সময় এক নারী একটি হোটেলে আশ্রয় নেন। তার পেছনে পেছনে দুই ছাত্র হোটেলে উঠলেও তাকে আর খুঁজে পাননি। হোটেল থেকে নেমে একটি বাসের পেছনে আরেক নারীর পথরোধ করেন তারা। তার ব্যাগে জন্মনিয়ন্ত্রণসামগ্রী রয়েছে কিনা, তা তল্লাশি করে দেখেন। একপর্যায়ে ওই নারীর স্বামী ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় লোকজন ওই দুজনকে মারতে উদ্যত হলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ছাত্রকে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের অতিরিক্ত উপকমিশনার তারেক আজিজ বলেন, ‘ওই নারী ও তার স্বামী থানায় এসেছিলেন। তারা এই বিষয়ে কোনও অভিযোগ দেননি। তাই মুচলেকা নিয়ে দুই ছাত্রকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ব্যাগ তল্লাশি করা ছাত্রদের কাজ নয়। কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেন, সে অনুরোধ করছি আমরা।’ ওই দুই ছাত্র সমন্বয়ক কিনা জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাফিকে মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘মূলত যৌনকর্মী সন্দেহে কয়েকজন নারীকে তাড়া করেছিল ওই দুই ছাত্র। এর মধ্যে এক নারীর স্বামী ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে প্রায় দুই থেকে আড়াইশ লোক জড়ো হন। জনতা তাদের মারতে উদ্যত হলে উদ্ধার করে থানায় নিয়ে আসি। তারা দুজনেই বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। রাতেই ওই নারী এবং তার স্বামী থানায় এসেছিলেন। তাদের অভিযোগ না থাকায় দুই ছাত্রের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। ভালো উদ্দেশ্য নিয়ে কাজটি করেছে ছাত্ররা। বিভিন্ন সময় মাদকবিরোধী কাজও করে থাকে। আমি চিনি তাদের। আগেও এসেছিল। কিন্তু নারীর ব্যাগ তল্লাশির ঘটনায় জনরোষে পড়ে যায় তারা। কিন্তু আমি ছাত্রদের বলবো আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার জন্য
সংবাদ শিরোনাম ::
নারীর ব্যাগ তল্লাশি করে ধাওয়া খেলেন দুই ছাত্র
- স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
- আপডেট সময় ০১:০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- ৫১৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ