উদ্ভাবনী জয় উল্লাসে স্মার্ট বাংলাদেশ, প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে দুদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।১৯ নভেম্বর ২০২২ ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ভোদন উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্নাঢ্য শুভাযাএা বের হয়ে শহরের প্রধান সরক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা মেলা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব এন,এম জিয়াউল আলম বলেন সরকারের উদ্দেশ্য কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়ন। তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, হবিগঞ্জ; উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ ইলিয়াস বখত চৌধুরী, অধ্যক্ষ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ; এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক হবিগঞ্জ, জেলা আওয়ামী লীগ হবিগঞ্জ ,পলাশ রঞ্জন দেব অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল।
রফিকুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক।মোঃ রুহুল্লাহ জেলা শিক্ষা অফিসার। সাধারণ সম্পাদক জেলা প্রেস ক্লাব, হবিগঞ্জ।পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪ টি প্যাভিলিয়ন আছে এবং সরকারি বেসরকারি ৪৩ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রত্যেকটি স্টল তাদের উদ্ভাবনী চিন্তা ভাবনা এবং প্রজেক্ট সকলের সামনে উপস্থাপন করেন।এছাড়া বিজ্ঞান জাদুঘর এর 4D মুভিবাস এ সকল শিক্ষার্থীদের বিপুল আগ্রহ প্রকাশ পায়।