ভোলার লালমোহনে গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় আবদুল মান্নান (৩৮) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল ১০টার সময় উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ইলিশা কান্দি ৯নং ওয়ার্ডের সৈনিক বাজারে এ ঘটনা ঘটে।
এসময় আবদুল মান্নান এর মামা আকতার মাতাব্বর বাঁধা দিতে গেলে তাকে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেন তারা। আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত আবদুল মান্নান দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফরিপোর্টার ও পশ্চিম চর উমেদ ইউনিয়নের শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি।
পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আবদুস সালামের ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়, অনেকদিন যাবত ইলিশা কান্দি গ্রামের মৃত ছলেমান সরদারের ছেলে জাকির হোসেন কালু, মোঃ নাছিমের ছেলে রাকিব, নাছিম পাটোয়ারীর ছেলে মোকসেদসহ আরো অনেকে মিলে গাঁজা সেবন করে। মান্নান নিষেধ করেলেও কোন কর্নপাত করে না।
রবিবার সকালে আবারও গাঁজা সেবন শুরু করলে মান্নান বাঁধা দিলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। মান্নানের গালিগালাজের প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে, মান্নান মামা ছাড়াতে গেলে তাকে ও পিটিয়ে আহত করেন। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবিষয়ে অভিযুক্ত জাকির হোসেন কালু গংদেরকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, ঘটনা শুনেছি, অভিযুক্ত ব্যাক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।