রাজধানীর দক্ষিণখান থানার জামতলা কাঁচাবাজার রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. সানি (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন বলে জানা গেছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের আত্মীয় সোনিয়া ঢাকা পোস্টকে বলেন, আমার দেবর পেশায় একজন গাড়ি চালক। কাল রাত দশটার দিকে দক্ষিণখান জামতলা কাঁচাবাজার রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের বাড়ি পটুয়াখালী জেলার থানা এলাকায়। নিহতরা সানি চার ভাই এক বোনের মধ্যে দ্বিতীয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমরা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানিয়েছি। পরে বিনা ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 






















